Ajker Patrika

কক্সবাজারে এবার হোটেল ব্যবস্থাপকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৪: ১৯
কক্সবাজারে এবার হোটেল ব্যবস্থাপকের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকায় এবার ‘সী কক্স’ নামের হোটেলের ব্যবস্থাপকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ২টার দিকে ওই হোটেলের স্টাফ কোয়ার্টার থেকে খালেদ আশরাফ বাপ্পি (২২) নামের ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত বাপ্পী ওই হোটেলে ফ্রন্ট ডেস্ক ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকার আবদুল গফুরের ছেলে। তিনি কক্সবাজার সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র এবং ওই হোটেলে খণ্ডকালীন চাকরি করতেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন। 

মরদেহের সুরতহাল প্রতিবেদন করেছেন সদর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন। তিনি ওই হোটেল কর্মকর্তাদের বরাত দিয়ে বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে হোটেলের ডিউটি শেষ করে বাপ্পি স্টাফ কোয়ার্টারে চলে যান। এর ঘণ্টাখানেক পর বাসায় ঝুলন্ত অবস্থা থেকে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এসআই জানান, বাসা তল্লাশি করে আলামত হিসেবে ফাঁসের একটি গামছা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। 

উল্লেখ্য, এ নিয়ে গত পাঁচ দিনের ব্যবধানে পর্যটন জোনের হোটেল-মোটেলের কলাতলী এলাকার ওয়ার্ল্ড বিচ রিসোর্ট ও আলম গেস্টহাউস হোটেল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁরাও আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত