মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. সলিম উল্লাহ লাভলু হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার মান্দারতলী বাজার সড়কে আয়োজিত এ মানববন্ধনে নিহতের স্বজনসহ এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে নিহতের ছোট বোন কল্পনা বেগম বলেন, ‘অদৃশ্য কারণে লাভলু হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসেছে। আসামিরা বিভিন্ন সময় আমাদের পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে।’
ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী বলেন, ‘সলিম উল্লাহ লাভলু একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়তেন। এমন একজন ভালো মানুষকে দুষ্কৃতকারীরা হত্যা করেছে। লাভলুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।’
মামলার বাদী আহসান হাবীব নান্টু বলেন, ‘এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে প্রশাসনের সর্বোচ্চ আন্তরিকতা চাই। দেড় বছর হয়ে গেল এখনো কোনো তথ্য উদ্ঘাটন হলো না। পুলিশ প্রশাসন চাইলে অল্প সময়ের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারে। খুব দ্রুত এই হত্যাকাণ্ডের আসামিরা আইনের আওতায় আসে—এটাই আমাদের দাবি।’
উল্লেখ্য, ২০২২ সালের ২ নভেম্বর রাতে দুর্বৃত্তরা সলিম উল্লাহ লাভলুকে হত্যা করে বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে যায়। এ ঘটনায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করা হয়। মামলায় ১ নম্বরসহ পাঁচ আসামিকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হলেও সবাই জামিনে রয়েছেন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. সলিম উল্লাহ লাভলু হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার মান্দারতলী বাজার সড়কে আয়োজিত এ মানববন্ধনে নিহতের স্বজনসহ এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে নিহতের ছোট বোন কল্পনা বেগম বলেন, ‘অদৃশ্য কারণে লাভলু হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসেছে। আসামিরা বিভিন্ন সময় আমাদের পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে।’
ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী বলেন, ‘সলিম উল্লাহ লাভলু একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়তেন। এমন একজন ভালো মানুষকে দুষ্কৃতকারীরা হত্যা করেছে। লাভলুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।’
মামলার বাদী আহসান হাবীব নান্টু বলেন, ‘এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে প্রশাসনের সর্বোচ্চ আন্তরিকতা চাই। দেড় বছর হয়ে গেল এখনো কোনো তথ্য উদ্ঘাটন হলো না। পুলিশ প্রশাসন চাইলে অল্প সময়ের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারে। খুব দ্রুত এই হত্যাকাণ্ডের আসামিরা আইনের আওতায় আসে—এটাই আমাদের দাবি।’
উল্লেখ্য, ২০২২ সালের ২ নভেম্বর রাতে দুর্বৃত্তরা সলিম উল্লাহ লাভলুকে হত্যা করে বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে যায়। এ ঘটনায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করা হয়। মামলায় ১ নম্বরসহ পাঁচ আসামিকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হলেও সবাই জামিনে রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ৬ মাসে উভয় পক্ষের তিনজন খুন হন।
১০ মিনিট আগেঢাকার বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার ফারিয়া হক টিনাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার (৯ মে) তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১১ মিনিট আগেযশোরের কেশবপুরে দরিদ্র স্কুলশিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠে ৫টি স্কুলের ৩৭ শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়। বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এখন তাদের বাড়ি থেকে দূরের স্কুলে হেঁটে যেতে হবে না।
১৪ মিনিট আগেগাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর। আজ শুক্রবার (৯ মে) বেলা ২টায় একটি প্রিজন ভ্যানে করে তাঁকে এই কারাগারে আনা হয়।
১৬ মিনিট আগে