Ajker Patrika

কর্ণফুলীতে খালের মুখ বন্ধ করে স্থাপনা, গুঁড়িয়ে দিল প্রশাসন 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২৪, ২২: ৩০
কর্ণফুলীতে খালের মুখ বন্ধ করে স্থাপনা, গুঁড়িয়ে দিল প্রশাসন 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটায় বাদামতল খালের মুখে অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদে টানা ৫ ঘণ্টা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের বাদামতল এলাকার নদী পাড়ে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, একই এলাকার সিমুজু কোম্পানি ও কন্টিনেন্টাল মেরিন ফিশারিজ লিমিটেড নামের এ দুটি প্রতিষ্ঠান প্রভাব খাঁটিয়ে দীর্ঘদিন ধরে খালের মুখ দখল করে স্থাপনা নির্মাণ করে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ রাখে। এতে স্থানীয়রা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ দখলদারের কাছ থেকে খালটি উদ্ধার করে। ভেঙে ফেলা হয় স্থাপনাগুলো।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী বলেন, ‘কর্ণফুলী নদীর পানি চলাচলের খালের মুখে গড়ে তোলা হয়েছিল বিভিন্ন স্থাপনা। উচ্ছেদ অভিযান চালিয়ে পুরোনো রূপে ফিরিয়ে আনা হয় খালটিকে।

এসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত