প্রতিনিধি, কক্সবাজার
দেশের একমাত্র প্রবাল দ্বীপ কক্সবাজারের সেন্টমার্টিন। টেকনাফ উপজেলা সদর থেকে দ্বীপটি সাগর পথে প্রায় ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত। পর্যটন মৌসুমে নারিকেল জিঞ্জিরা খ্যাত এ দ্বীপ দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণীয় স্থান। বছরে অন্তত পাঁচ মাস দ্বীপটি পর্যটকদের সরব উপস্থিতিতে মুখর থাকে। কিন্তু এখানকার যোগাযোগের মাধ্যম নৌপথের জেটি ঘাটটি সম্প্রতি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে। এতে এ ঘাটে পর্যটকবাহী জাহাজ ভিড়ানো নিয়ে দু: চিন্তায় পড়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
করোনা সংক্রমণ রোধে দীর্ঘ সাড়ে চার মাস বন্ধ থাকার পর গত ১৯ আগস্ট সরকার দেশের পর্যটন ও বিনোদনকেন্দ্র উন্মুক্ত করেছে। তবে সাগর উত্তাল থাকায় এখনো সেন্টমার্টিনে পর্যটকের আসা যাওয়া নেই। এ মাসের শেষে বা আগামী মাসের শুরুর দিকে দ্বীপে পর্যটকদের জন্য জাহাজ চলাচল শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পর্যটন মৌসুম শুরু হওয়ার আগেই সেন্টমার্টিনের জেটিটি সংস্কারের উদ্যোগ নিতে দাবি করেছেন পর্যটন উদ্যোক্তারা। গত শনিবার শহরের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে পদক্ষেপ বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি তোফায়েল আহমেদ জেটিটি অবিলম্বে সংস্কারে দাবি তুলে ধরেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘সেন্টমার্টিন নির্ভর পর্যটনশিল্প মুখ থুবড়ে পড়বে। শিগগিরই বিধ্বস্ত জেটিটি সংস্কার করা না গেলে এখানকার পর্যটন খাতে জড়িত অন্তত ৫০ হাজার মানুষের জীবন-জীবিকা ও কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে। এতে পর্যটন শিল্পের ক্ষতির পাশাপাশি সরকারও বিপুল রাজস্ব হারাবে।’
পর্যটন উদ্যোক্তা তৌহিদুল ইসলাম তোহা বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপের পর্যটনকে ঘিরে সাত-আটটি জাহাজ, ২০০-৩০০ বাস-মিনিবাস, ১০০ মাইক্রোবাস, ২০০ ট্যুর অপারেটর প্রতিষ্ঠান, ৪০০ টুরিস্ট গাইড, দেড় শতাধিক হোটেল-মোটেল, রেস্তোরাঁ এবং ক্ষুদ্র ব্যবসায়ীসহ নানা শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ জড়িত। জেটির কারণে এখানে পর্যটক আসতে না পারলে এসব প্রতিষ্ঠান ও মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’
সংবাদ সম্মেলনে পর্যটন উদ্যোক্তা এমএ হাসিব বাদল, এসএম কিবরিয়া খান, ইফতিকার আহমদ চৌধুরী, এসএ কাজল, নুরুল আলম রনি, মো. আল আমীন ও বিশ্বাস তুষার সেন্টমার্টিন দ্বীপে উদ্যোক্তাদের নানা খাতের বিনিয়োগের তথ্য তুলে ধরেন। তাঁদের মতে, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় এ দ্বীপের পর্যটন ব্যবসায় জড়িত উদ্যোক্তা রয়েছে। করোনায় এমনিতেই এ খাতটি বিধ্বস্ত। সেখানে জেটিটি সংস্কার না হলে পর্যটক না পেয়ে সবাই ক্ষতির মুখে পড়বে।
এ দ্বীপে জনসংখ্যা ১০ হাজারের একটু বেশি। পুলিশ, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন দপ্তরে অন্তত আরও ৩০০ ব্যক্তি নিয়মিত এখানকার বাসিন্দা। পর্যটন মৌসুমে হোটেল-মোটেল, কটেস ও রেস্তোরাঁ এবং বিভিন্ন পেশার মানুষ বাড়ে দ্বিগুণ।
সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ক্ষতিগ্রস্ত জেটিটি দ্রুত সংস্কারের দাবি জানান। তিনি বলেন, ‘জেটিটি সর্বশেষ গত ২৭ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জলোচ্ছ্বাসের ধাক্কায় জেটির অনেকাংশে ভেঙে পড়েছে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘ক্ষতিগ্রস্ত জেটি দিয়ে চলাচলে মানুষের ভোগান্তি বেড়েছে। এটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে।’
দেশের একমাত্র প্রবাল দ্বীপ কক্সবাজারের সেন্টমার্টিন। টেকনাফ উপজেলা সদর থেকে দ্বীপটি সাগর পথে প্রায় ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত। পর্যটন মৌসুমে নারিকেল জিঞ্জিরা খ্যাত এ দ্বীপ দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণীয় স্থান। বছরে অন্তত পাঁচ মাস দ্বীপটি পর্যটকদের সরব উপস্থিতিতে মুখর থাকে। কিন্তু এখানকার যোগাযোগের মাধ্যম নৌপথের জেটি ঘাটটি সম্প্রতি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে। এতে এ ঘাটে পর্যটকবাহী জাহাজ ভিড়ানো নিয়ে দু: চিন্তায় পড়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
করোনা সংক্রমণ রোধে দীর্ঘ সাড়ে চার মাস বন্ধ থাকার পর গত ১৯ আগস্ট সরকার দেশের পর্যটন ও বিনোদনকেন্দ্র উন্মুক্ত করেছে। তবে সাগর উত্তাল থাকায় এখনো সেন্টমার্টিনে পর্যটকের আসা যাওয়া নেই। এ মাসের শেষে বা আগামী মাসের শুরুর দিকে দ্বীপে পর্যটকদের জন্য জাহাজ চলাচল শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পর্যটন মৌসুম শুরু হওয়ার আগেই সেন্টমার্টিনের জেটিটি সংস্কারের উদ্যোগ নিতে দাবি করেছেন পর্যটন উদ্যোক্তারা। গত শনিবার শহরের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে পদক্ষেপ বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি তোফায়েল আহমেদ জেটিটি অবিলম্বে সংস্কারে দাবি তুলে ধরেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘সেন্টমার্টিন নির্ভর পর্যটনশিল্প মুখ থুবড়ে পড়বে। শিগগিরই বিধ্বস্ত জেটিটি সংস্কার করা না গেলে এখানকার পর্যটন খাতে জড়িত অন্তত ৫০ হাজার মানুষের জীবন-জীবিকা ও কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে। এতে পর্যটন শিল্পের ক্ষতির পাশাপাশি সরকারও বিপুল রাজস্ব হারাবে।’
পর্যটন উদ্যোক্তা তৌহিদুল ইসলাম তোহা বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপের পর্যটনকে ঘিরে সাত-আটটি জাহাজ, ২০০-৩০০ বাস-মিনিবাস, ১০০ মাইক্রোবাস, ২০০ ট্যুর অপারেটর প্রতিষ্ঠান, ৪০০ টুরিস্ট গাইড, দেড় শতাধিক হোটেল-মোটেল, রেস্তোরাঁ এবং ক্ষুদ্র ব্যবসায়ীসহ নানা শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ জড়িত। জেটির কারণে এখানে পর্যটক আসতে না পারলে এসব প্রতিষ্ঠান ও মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’
সংবাদ সম্মেলনে পর্যটন উদ্যোক্তা এমএ হাসিব বাদল, এসএম কিবরিয়া খান, ইফতিকার আহমদ চৌধুরী, এসএ কাজল, নুরুল আলম রনি, মো. আল আমীন ও বিশ্বাস তুষার সেন্টমার্টিন দ্বীপে উদ্যোক্তাদের নানা খাতের বিনিয়োগের তথ্য তুলে ধরেন। তাঁদের মতে, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় এ দ্বীপের পর্যটন ব্যবসায় জড়িত উদ্যোক্তা রয়েছে। করোনায় এমনিতেই এ খাতটি বিধ্বস্ত। সেখানে জেটিটি সংস্কার না হলে পর্যটক না পেয়ে সবাই ক্ষতির মুখে পড়বে।
এ দ্বীপে জনসংখ্যা ১০ হাজারের একটু বেশি। পুলিশ, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন দপ্তরে অন্তত আরও ৩০০ ব্যক্তি নিয়মিত এখানকার বাসিন্দা। পর্যটন মৌসুমে হোটেল-মোটেল, কটেস ও রেস্তোরাঁ এবং বিভিন্ন পেশার মানুষ বাড়ে দ্বিগুণ।
সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ক্ষতিগ্রস্ত জেটিটি দ্রুত সংস্কারের দাবি জানান। তিনি বলেন, ‘জেটিটি সর্বশেষ গত ২৭ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জলোচ্ছ্বাসের ধাক্কায় জেটির অনেকাংশে ভেঙে পড়েছে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘ক্ষতিগ্রস্ত জেটি দিয়ে চলাচলে মানুষের ভোগান্তি বেড়েছে। এটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে।’
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩ ঘণ্টা আগে