হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
হোমনায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. সজীব (১৩) নামের এক মাদ্রাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।
সজীব আলীপুর কাদেরিয়া হাফেজিয়া সুন্নি মাদ্রাসার নূরানি বিভাগের ছাত্র ছিল। সে উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় মাদ্রাসার মোহতামিম মো. ইয়াছিন ও শিক্ষক রুবেলকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে সজীবের মা পারুল আক্তার বলেন, গত শুক্রবার সন্ধ্যায় তিনি ছেলের সঙ্গে কথা বলার জন্য মাদ্রাসার মোহতামিম মো. ইয়াছিনের মোবাইলে ফোন করেন। তখন বলা হয়, সজীব এখন এখানে নেই। কাল শনিবার থেকে মাদ্রাসার ছুটি শুরু। সকালেই সজীব বাড়ি চলে যাবে। কিন্তু ছেলে বাড়ি না ফেরায় তিনি আবার ফোন করেন। তখন বলা হয়, সজীব নাকি বাড়িতে চলে গেছে।
পারুল আক্তার আরও বলেন, ‘এরপর আমি কান্নাকাটি করতে করতে মাদ্রাসায় গিয়ে মোহতামিমকে বলি, তাড়াতাড়ি আমার ছেলেরে আমার কাছে দেন। এর পর থেকে তিনি উল্টাপাল্টা কথা বলা শুরু করেন। পরে আমি থানায় মামলা করার কথা বললে মোহতামিম বাদী হয়ে সজীব নিখোঁজ হয়েছে মর্মে অভিযোগ দেন।’
তিনি বলেন, ‘এরপর মোহতামিম একবার বলেন সজীব সোনারামপুর আছে, আবার বলেন আরেক জায়গায় আছে। তাঁর কথামতো সব জায়গায় খুঁজেও কোথাও পাইনি। পরে আজ সকাল ১০টার দিকে আলীপুর গ্রামের লোকজন জলাশয়ে কচুরিপানার মধ্যে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। আমি আমার ছেলের বিচার চাই, যারা হেরে খুন করছে হেগ সবার ফাঁসি চাই।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, খবর পেয়ে জলাশয় থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার মোহতামিম মো. ইয়াছিন ও সহকারী শিক্ষক রুবেলকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে জানতে চাইলে হোমনা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মীর মহসিন মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাদ্রাসাছাত্রের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে।
হোমনায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. সজীব (১৩) নামের এক মাদ্রাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।
সজীব আলীপুর কাদেরিয়া হাফেজিয়া সুন্নি মাদ্রাসার নূরানি বিভাগের ছাত্র ছিল। সে উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় মাদ্রাসার মোহতামিম মো. ইয়াছিন ও শিক্ষক রুবেলকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে সজীবের মা পারুল আক্তার বলেন, গত শুক্রবার সন্ধ্যায় তিনি ছেলের সঙ্গে কথা বলার জন্য মাদ্রাসার মোহতামিম মো. ইয়াছিনের মোবাইলে ফোন করেন। তখন বলা হয়, সজীব এখন এখানে নেই। কাল শনিবার থেকে মাদ্রাসার ছুটি শুরু। সকালেই সজীব বাড়ি চলে যাবে। কিন্তু ছেলে বাড়ি না ফেরায় তিনি আবার ফোন করেন। তখন বলা হয়, সজীব নাকি বাড়িতে চলে গেছে।
পারুল আক্তার আরও বলেন, ‘এরপর আমি কান্নাকাটি করতে করতে মাদ্রাসায় গিয়ে মোহতামিমকে বলি, তাড়াতাড়ি আমার ছেলেরে আমার কাছে দেন। এর পর থেকে তিনি উল্টাপাল্টা কথা বলা শুরু করেন। পরে আমি থানায় মামলা করার কথা বললে মোহতামিম বাদী হয়ে সজীব নিখোঁজ হয়েছে মর্মে অভিযোগ দেন।’
তিনি বলেন, ‘এরপর মোহতামিম একবার বলেন সজীব সোনারামপুর আছে, আবার বলেন আরেক জায়গায় আছে। তাঁর কথামতো সব জায়গায় খুঁজেও কোথাও পাইনি। পরে আজ সকাল ১০টার দিকে আলীপুর গ্রামের লোকজন জলাশয়ে কচুরিপানার মধ্যে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। আমি আমার ছেলের বিচার চাই, যারা হেরে খুন করছে হেগ সবার ফাঁসি চাই।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, খবর পেয়ে জলাশয় থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার মোহতামিম মো. ইয়াছিন ও সহকারী শিক্ষক রুবেলকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে জানতে চাইলে হোমনা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মীর মহসিন মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাদ্রাসাছাত্রের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে।
বিভিন্ন দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচি ইত্যাদির নামে রাজধানীতে সম্প্রতি যখন-তখন সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হচ্ছে...
৭ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত দুজন হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের উসমানপুর গ্রামের আবু সিদ্দিক (৪০) ও তাঁর ভাই আবু তাহের (৩৬)। গতকাল রোববার দুপুরে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ...
৪৩ মিনিট আগেঝিনাইদহের মহেশপুরে চোরাচালান নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর পায়ে দুটি গুলি লেগেছে। উপজেলার পল্লাটিপাড়া গ্রামে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ইব্রাহিম হোসেন...
১ ঘণ্টা আগেদুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
৮ ঘণ্টা আগে