Ajker Patrika

জামালপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি নোয়াখালীতে গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১১: ৫০
জামালপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি নোয়াখালীতে গ্রেপ্তার

জামালপুর জেলার সদর উপজেলার ছইলাবাদ এলাকা থেকে এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণ ও জোরপূর্বক একাধিকবার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি সাঈদ আনোয়ারকে (১৮) নোয়াখালীতে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১-এর একটি দল। 

আজ রোববার সকালে র‍্যাব-১৪-এর মাধ্যমে তাকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এর আগে গতকাল শনিবার রাত ১১টায় বেগমগঞ্জের চৌমুহনী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাঈদ আনোয়ার জামালাপুর সদর উপজেলার হাজীপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। 

র‍্যাব-১১, সিপিসি ৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২২ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছইলাবাদ এলাকা থেকে আনোয়ার চার-পাঁচজনের সহযোগিতায় একটি সিএনজি অটোরিকশায় স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর স্কুলছাত্রীকে তার এক খালাতো ভাইয়ের বাসায় নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে ভুক্তভোগী তার পরিবারকে সেদিনের ঘটনার কথা জানালে গত ২৬ ফেব্রুয়ারি জামালপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। 

কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন আরও জানান, মামলা দায়েরের পর গ্রেপ্তার এড়াতে জামালপুর থেকে নোয়াখালী এসে আশ্রয় নেন আনোয়ার। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চৌমুহনী রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে র‍্যাব-১৪, সিপিসি-১-এর মাধ্যমে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত