নোয়াখালী প্রতিনিধি
জামালপুর জেলার সদর উপজেলার ছইলাবাদ এলাকা থেকে এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণ ও জোরপূর্বক একাধিকবার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি সাঈদ আনোয়ারকে (১৮) নোয়াখালীতে গ্রেপ্তার করেছে র্যাব-১১-এর একটি দল।
আজ রোববার সকালে র্যাব-১৪-এর মাধ্যমে তাকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এর আগে গতকাল শনিবার রাত ১১টায় বেগমগঞ্জের চৌমুহনী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাঈদ আনোয়ার জামালাপুর সদর উপজেলার হাজীপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
র্যাব-১১, সিপিসি ৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২২ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছইলাবাদ এলাকা থেকে আনোয়ার চার-পাঁচজনের সহযোগিতায় একটি সিএনজি অটোরিকশায় স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর স্কুলছাত্রীকে তার এক খালাতো ভাইয়ের বাসায় নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে ভুক্তভোগী তার পরিবারকে সেদিনের ঘটনার কথা জানালে গত ২৬ ফেব্রুয়ারি জামালপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন আরও জানান, মামলা দায়েরের পর গ্রেপ্তার এড়াতে জামালপুর থেকে নোয়াখালী এসে আশ্রয় নেন আনোয়ার। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চৌমুহনী রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে র্যাব-১৪, সিপিসি-১-এর মাধ্যমে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জামালপুর জেলার সদর উপজেলার ছইলাবাদ এলাকা থেকে এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণ ও জোরপূর্বক একাধিকবার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি সাঈদ আনোয়ারকে (১৮) নোয়াখালীতে গ্রেপ্তার করেছে র্যাব-১১-এর একটি দল।
আজ রোববার সকালে র্যাব-১৪-এর মাধ্যমে তাকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এর আগে গতকাল শনিবার রাত ১১টায় বেগমগঞ্জের চৌমুহনী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাঈদ আনোয়ার জামালাপুর সদর উপজেলার হাজীপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
র্যাব-১১, সিপিসি ৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২২ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছইলাবাদ এলাকা থেকে আনোয়ার চার-পাঁচজনের সহযোগিতায় একটি সিএনজি অটোরিকশায় স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর স্কুলছাত্রীকে তার এক খালাতো ভাইয়ের বাসায় নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে ভুক্তভোগী তার পরিবারকে সেদিনের ঘটনার কথা জানালে গত ২৬ ফেব্রুয়ারি জামালপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন আরও জানান, মামলা দায়েরের পর গ্রেপ্তার এড়াতে জামালপুর থেকে নোয়াখালী এসে আশ্রয় নেন আনোয়ার। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চৌমুহনী রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে র্যাব-১৪, সিপিসি-১-এর মাধ্যমে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহান মে দিবসসহ সরকারি তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ভিড় করেছেন পর্যটকেরা। বুকিং রয়েছে কুয়াকাটার ৯০ শতাংশ হোটেল–মোটেল। বিক্রি বেড়েছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে।
১৪ মিনিট আগেময়মনসিংহের মুক্তাগাছায় শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের হরিরামপুরে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেআজ মে দিবস। তবে মেহেরপুরের গাংনী উপজেলার অধিকাংশ দিনমজুর জানেন না মে দিবস কী। অধিকাংশ শ্রমিক বলছেন, ‘আমরা দিবস দিয়ে কী করব, না খাটলে যখন মুখে ভাত ওঠে না। তা ছাড়া আমরা দিবস–টিবস অত বুঝি না। দিনমজুর খেটে খেতে হবে এটাই বুঝি। কাজ করলে টাকা পাব, সেই টাকা দিয়ে পরিবারের মুখে ভাত তুলে দেব, আমরা এটাই বুঝি।
২৯ মিনিট আগেকুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। আজ বৃহস্পতিবার উপজেলার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে