Ajker Patrika

দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা পল্লি চিকিৎসক নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা পল্লি চিকিৎসক নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নূর হাবিব ওরফে ডাক্তার মোহাম্মদ ওয়াক্কাস নামে এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/ ৩ ব্লকে এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘৯ নম্বর ক্যাম্পের সি/ ৩ ব্লকের মোহাম্মদ ইয়াসিনের শেডের সামনে আনুমানিক ৩০ জনের একটি দুর্বৃত্ত দল ওয়াক্কাসকে মাথায় কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে উল্লেখ করে ওসি জানান, এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত আছে। 

 ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মোহাম্মদ হাশিম (৪৬) জানান, মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা ওয়াক্কাস ২০১৭ সালে বাংলাদেশে আশ্রয় নেন। সিটুওয়ে বিশ্ববিদ্যালয়ে পড়া ওয়াক্কাস মেডিকেল পল্লি চিকিৎসক ছিলেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্যাম্পের এক রোহিঙ্গা মাঝি জানান, আরসার সঙ্গে ওয়াক্কাসের ভালো সম্পর্ক ছিল। প্রতিপক্ষরা বিরোধের কারণে তাকে খুন করে থাকতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত