জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় শাপলা বিল পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এখানে ভীড় জমাচ্ছেন পর্যটকেরা। সকালে মেঘের মিতালী আর বিলের পানিতে লাল সাদা শাপলার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন সবাই।
যেভাবে যাবেন শাপলা বিলে
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার লঞ্চ ঘাট থেকে টেম্পু বোটে করে যাওয়া যাবে জুরাছরির শাপলা বিলে। টেম্পুবোট রিজার্ভ নিলে ভাড়া গুণতে হবে আড়াই থেকে তিন হাজার টাকা। তবে সকালে মাত্র ১২০ টাকা ভাড়াতেই লঞ্চে করে সরাসরি আসা সম্ভব। সাড়ে ৭টায় যাত্রা শুরু করে ১০টার মধ্যে সেখান পৌঁছানো সম্ভব। জেলা শহরের শিল্পকলা একাডেমি থেকে স্পিড বোটে করেও যাওয়া যায়। তাতে জনপ্রতি ভাড়া পড়বে ৫০০ টাকা। স্পিডবোট রিজার্ভ নিতে চাইলে যাওয়া-আসার ভাড়া ৬ হাজার টাকা। লঞ্চের মতো স্পিড বোটও একই সময় যাওয়াআসা করে।
থাকবেন কোথায়
জুরাছুড়িতে রাত্রিযাপনের জন্য আবাসিক হোটেল নেই। তবে জেলা পরিষদের বিশ্রামাগারে কিছুসংখ্যক কক্ষ রয়েছে। সেগুলো খুব কমই খালি থাকে। তাই বিশ্রামাগারে থাকতে চাইলে আগে থেকে তত্ত্বাবধায়ক চয়ন কান্তি চাকমাকে 01557-227401 নম্বরে ফোন করে বুকিং দিতে হবে।
কোথায় খাবেন
উপজেলার ভালো মানের রেস্তোরাঁ নেই। ‘আলীর হোটেল’ নামে মাঝারি মানে রেস্তোরাঁ থেকে খাবার পেতে চাইলে 01552-693526 নম্বরে ফোন দিয়ে বলে রাখতে হবে। আর পাহাড়িদের খাবারের জন্য বিশ্রামাগারের চয়ন কান্তি সহায়তা করতে পারে।
বিলে ভ্রমণের নৌকা
বিলের কাছে সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশাপূর্ন চাকমার বাড়ি। তার একটি নিজের নৌকা রয়েছে। তার কাছে সহযোগিতা চাইলে নৌকা পাওয়া সম্ভব।
জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, দর্শনার্থী পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যটকদের যাতে কোনো ভোগান্তি পোহাতে না হয় সে দিকেও নজর রয়েছে।
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় শাপলা বিল পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এখানে ভীড় জমাচ্ছেন পর্যটকেরা। সকালে মেঘের মিতালী আর বিলের পানিতে লাল সাদা শাপলার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন সবাই।
যেভাবে যাবেন শাপলা বিলে
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার লঞ্চ ঘাট থেকে টেম্পু বোটে করে যাওয়া যাবে জুরাছরির শাপলা বিলে। টেম্পুবোট রিজার্ভ নিলে ভাড়া গুণতে হবে আড়াই থেকে তিন হাজার টাকা। তবে সকালে মাত্র ১২০ টাকা ভাড়াতেই লঞ্চে করে সরাসরি আসা সম্ভব। সাড়ে ৭টায় যাত্রা শুরু করে ১০টার মধ্যে সেখান পৌঁছানো সম্ভব। জেলা শহরের শিল্পকলা একাডেমি থেকে স্পিড বোটে করেও যাওয়া যায়। তাতে জনপ্রতি ভাড়া পড়বে ৫০০ টাকা। স্পিডবোট রিজার্ভ নিতে চাইলে যাওয়া-আসার ভাড়া ৬ হাজার টাকা। লঞ্চের মতো স্পিড বোটও একই সময় যাওয়াআসা করে।
থাকবেন কোথায়
জুরাছুড়িতে রাত্রিযাপনের জন্য আবাসিক হোটেল নেই। তবে জেলা পরিষদের বিশ্রামাগারে কিছুসংখ্যক কক্ষ রয়েছে। সেগুলো খুব কমই খালি থাকে। তাই বিশ্রামাগারে থাকতে চাইলে আগে থেকে তত্ত্বাবধায়ক চয়ন কান্তি চাকমাকে 01557-227401 নম্বরে ফোন করে বুকিং দিতে হবে।
কোথায় খাবেন
উপজেলার ভালো মানের রেস্তোরাঁ নেই। ‘আলীর হোটেল’ নামে মাঝারি মানে রেস্তোরাঁ থেকে খাবার পেতে চাইলে 01552-693526 নম্বরে ফোন দিয়ে বলে রাখতে হবে। আর পাহাড়িদের খাবারের জন্য বিশ্রামাগারের চয়ন কান্তি সহায়তা করতে পারে।
বিলে ভ্রমণের নৌকা
বিলের কাছে সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশাপূর্ন চাকমার বাড়ি। তার একটি নিজের নৌকা রয়েছে। তার কাছে সহযোগিতা চাইলে নৌকা পাওয়া সম্ভব।
জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, দর্শনার্থী পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যটকদের যাতে কোনো ভোগান্তি পোহাতে না হয় সে দিকেও নজর রয়েছে।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
১৪ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
১ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
১ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে