Ajker Patrika

কসবায় পণ্য পরিবেশকের মরদেহ উদ্ধার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৬: ৫১
কসবায় পণ্য পরিবেশকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আসাদ মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার আকছিনা এমএম ব্রিকফিল্ড নামের একটি ইটভাটা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আসাদ মিয়া কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানির কসবা উপজেলা ডিলারের পণ্য পরিবেশক হিসেবে কাজ করতেন। 

এ ঘটনায় কসবা বেসরকারি ওই কোম্পানির ডিলারের মালিক দিদারুল আলম আলমাস বলেন, ‘কোম্পানির পক্ষ থেকে আমার ডিলারের পরিবেশক হিসেবে কাজ করত আসাদ। সে পৌর শহরের সাহাপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকত। গত শনিবার সারা দিন এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মালামাল ডেলিভারি শেষে ফিরে আসার সময় তার নিকট বিক্রির নগদ ১ লাখ ২০ হাজার টাকা ছিল। সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে ওই দিন সন্ধ্যায় কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ রোববার সকালে আকছিনা এমএম ব্রিকফিল্ডের কাছ থেকে নিখোঁজ আসাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।’ 

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘পণ্য ডেলিভারিম্যানকে খুঁজে না পেয়ে প্রাণের এজেন্ট দিদারুল আলম আলমাস গতকাল শনিবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আজ নিখোঁজ ওই ব্যক্তির মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত