Ajker Patrika

কক্সবাজারে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড

কক্সবাজারে অস্ত্র মামলায় মো. শহীদুল্লাহ নামের এক ব্যক্তির ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহমুদুল হাসান।

দণ্ডপ্রাপ্ত আসামি রামুর ঈদগড়ের ছগিরশাহ কাটার মকবুল আহম্মদের ছেলে। এদিকে খালাস প্রাপ্তরা হলেন—একই এলাকার বাসিন্দা ফজল করিমের ছেলে আব্দুর রহমান ও আব্দুস শুক্কুরের ছেলে নুরুল আলম।

অতিরিক্ত সরকারি কুশলী (এপিপি) জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘আসামি মো. শহীদুল্লাহর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৯ (এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। আসামি পলাতক রয়েছেন। গ্রেপ্তারের পর থেকে রায় দুটি একই সঙ্গে কার্যকর হবে।’

উল্লেখ্য, ২০০৬ সালের ১৭ আগস্ট ঈদগড়ের ছগিরশাহ কাটা এলাকা থেকে অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রামু থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক মামলা করেন। থানায় মামলা নম্বর-১৭ / ০৬ (এসপিটি-০৪ / ০৭)। মামলাটি দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত