Ajker Patrika

অপহৃত রোহিঙ্গা নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
অপহৃত রোহিঙ্গা নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়ার শালবাগান পাহাড় থেকে অপহৃত রোহিঙ্গা নেতা সৈয়দ আহমদকে (৪০) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ-ব্লকের সাব মাঝি।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শালবাগান পাহাড়ি ছড়া থেকে তাঁকে উদ্ধার করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

 ১৬ আর্মড পুলিশের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম জানান, বেলা ৪টার দিকে সালিস করতে গেলে সৈয়দ আহমদকে শালবাগান সি-৭ ব্লকের সামনে থেকে রোহিঙ্গা সন্ত্রাসী পুতিয়া গ্রুপের লোকজন অপহরণ করে নিয়ে যায়। পরে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। 

গুলিবিদ্ধ সৈয়দ আহমদের উদ্ধৃতি দিয়ে তারিকুল ইসলাম জানান, সন্ত্রাসী পুতিয়া গ্রুপের প্রধান পুতিয়া, দিলওয়ার প্রকাশ শিয়াইল্যা, হামিদ, আবুল বশরসহ আরো ৭ থেকে ৮ জন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরবর্তীতে শালবাগান ও জাদিমুড়া পুলিশ ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনাকরে পৌনে ৬টার দিকে জাদিমুড়া পুলিশ ক্যাম্প বি-১১ ব্লকের পাশে কাটাতার সংলগ্ন পাহাড়ি ছড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার পাঠানো হয়েছে।

পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত