Ajker Patrika

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক হামলায় নিহত ২ 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৩০
উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক হামলায় নিহত ২ 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুর্বৃত্তদের পৃথক হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার জামতলী ক্যাম্প ও কুতুপালং লাল পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১৫ নম্বর জামতলী ক্যাম্পের এ-৮ ব্লকের বাসিন্দা নুরুল বশর (৫৫) ও ক্যাম্প-৪ এক্সটেনশনের ব্লক সি/ ১ এর রশিদ আহমেদের ছেলে কবির আহমেদ (২৭)।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে শফিকুল ইসলাম জানান, রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় সন্ত্রাসী গ্রুপের দুষ্কৃতকারীরা সকাল ৭টার দিকে নুরুল বশরকে জামতলী ক্যাম্প এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে এবং একই সময় কুতুপালং লাল পাহাড় এলাকায় দুষ্কৃতকারীরা কবির আহমেদকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে।

উল্লেখ্য, এর আগে গত ১১ সেপ্টেম্বর উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ক্যাম্প-৪ ও ক্যাম্প-২০ এ সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত