Ajker Patrika

কুমিল্লায় ব্যবসায়ীর লাশ উদ্ধার, মাথা ও গলায় আঘাতের চিহ্ন

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৩৯
কুমিল্লায় ব্যবসায়ীর লাশ উদ্ধার, মাথা ও গলায় আঘাতের চিহ্ন

কুমিল্লা নগরীতে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে নগরীর নেউরা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনেরা জানান, নিহতের মাথা ও গলায় কোপের দাগ আছে। 

নিহত ব্যবসায়ীর নাম শাহ আলম (৪৫)। তিনি নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুরপাড় এলাকার নুরু মিয়া ছোট ছেলে।

শাহ আলমের বড় ভাই ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জসিম উদ্দিন বলেন, ‘শাহ আলম ১০ বছর আগে দক্ষিণ চর্থা থেকে পাশের নেউরা এলাকায় নতুন বাড়ি করে সেখানে থাকে। তার গাড়ির ব্যবসা ছিল। পরে গ্যারেজ ব্যবসায় আসে। ঢুলিপাড়া ও পকেট গেট এলাকায় সে গ্যারেজের ব্যবসা করত। মাঝে মাঝে রাতে গ্যারেজে থেকে যেত। কাল রাতে গ্যারেজে ছিল। ভোররাতে হয়তো বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। আমরা খবর পাই ভোর সাড়ে ৫টার দিকে। তার মাথায় ও গলায় কোপের দাগ আছে।’

সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বলেন, ধারালো কোনো অস্ত্রের আঘাতে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত