Ajker Patrika

কক্সবাজারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৫: ১৩
কক্সবাজারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেপ্তার

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী ও ১০ মামলার আসামি মিনহাজুল আবেদীন রকিকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের এসএম পাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও র‍্যাবের তথ্যমতে, শহরে সাম্প্রতিক ছিনতাই ও চুরির একাধিক ঘটনায় রকি ও তাঁর বাহিনী জড়িত। এ ছাড়া, রকির নেতৃত্বে শহরে জমি দখল, মাদক পাচার ও নানা অপরাধের অভিযোগ রয়েছে। 

র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী রকিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রায় এক মাস ধরে তাঁর অপরাধ কর্মকাণ্ডের ওপর নজর রেখেছিল র‍্যাব। সশস্ত্র অবস্থায় প্রকাশ্যে চলাফেরা করেন রকি—এমন তথ্যের ভিত্তিতে একটি আবাসিক ভবন থেকে তাঁকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।’ 

মেজর মঞ্জুর মেহেদী আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রকি তাঁর অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে নানা তথ্য দিয়েছেন। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত