কুমিল্লা প্রতিনিধি
হত্যার ঘটনায় করা দুই মামলায় কুমিল্লায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছে পৃথক আদালত। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট দুই আদালতের বিচারক এ রায় দেন। মামলার সরকারি কৌঁসুলিরা (এপিপি) বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
বুড়িচংয়ে মনিরুল ইসলাম হত্যা মামলায় চারজনকে ফাঁসির আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৩-এর বিচারক রোজিনা খান। একই সঙ্গে প্রত্যককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মালু মিয়ার ছেলে ইউছুফ মিয়া, আব্দুল মালেকের ছেলে খোকন মিয়া, মৃত বন্দে আলীর ছেলে আব্দুল মালেক ও মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে মফিজুল ইসলাম।
মামলার সরকারি কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ‘এ মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় দেন। রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন।’
মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালে ৩১ আগস্ট উপজেলার জগতপুরে সম্পত্তির ভাগাভাগির ঘটনাকে কেন্দ্র করে নিহত মনিরুল ইসলামের ভাই নজরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের প্রতিবেশী কনু মিয়ার বাগ্বিতণ্ডা চলে। এই ঘটনাকে কেন্দ্র করে কনু মিয়া দলবল নিয়ে নজরুল ইসলামের বাড়ি ঘেরাও করে।
এই সময় মনিরুল ইসলাম গরুর দুধ বিক্রি করার জন্য বুড়িচং বাজারে যাওয়ার জন্য বের হলে মালেক, মফিজুল, ইউসুফসহ অন্য আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আহত করেন।
পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে এই ঘটনায় মনিরুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার বাদী হয়ে ১৬ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন।
অপর মামলাটি লাকসামে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মো. মহিন উদ্দিন নামে একজনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করা হয়। কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি লাকসাম উপজেলার দক্ষিণ বিনই নোয়াপাড়া গ্রামের মৃত আ. জলিল মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি উপজেলার গোপালপুর গ্রামে নাছিমা আক্তারকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন মো. মহিন উদ্দিন। পরে ওই নারীকে গলায় ও মুখে কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার সরকারি বিশেষ কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত বলেন, ‘১৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’
হত্যার ঘটনায় করা দুই মামলায় কুমিল্লায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছে পৃথক আদালত। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট দুই আদালতের বিচারক এ রায় দেন। মামলার সরকারি কৌঁসুলিরা (এপিপি) বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
বুড়িচংয়ে মনিরুল ইসলাম হত্যা মামলায় চারজনকে ফাঁসির আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৩-এর বিচারক রোজিনা খান। একই সঙ্গে প্রত্যককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মালু মিয়ার ছেলে ইউছুফ মিয়া, আব্দুল মালেকের ছেলে খোকন মিয়া, মৃত বন্দে আলীর ছেলে আব্দুল মালেক ও মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে মফিজুল ইসলাম।
মামলার সরকারি কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ‘এ মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় দেন। রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন।’
মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালে ৩১ আগস্ট উপজেলার জগতপুরে সম্পত্তির ভাগাভাগির ঘটনাকে কেন্দ্র করে নিহত মনিরুল ইসলামের ভাই নজরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের প্রতিবেশী কনু মিয়ার বাগ্বিতণ্ডা চলে। এই ঘটনাকে কেন্দ্র করে কনু মিয়া দলবল নিয়ে নজরুল ইসলামের বাড়ি ঘেরাও করে।
এই সময় মনিরুল ইসলাম গরুর দুধ বিক্রি করার জন্য বুড়িচং বাজারে যাওয়ার জন্য বের হলে মালেক, মফিজুল, ইউসুফসহ অন্য আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আহত করেন।
পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে এই ঘটনায় মনিরুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার বাদী হয়ে ১৬ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন।
অপর মামলাটি লাকসামে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মো. মহিন উদ্দিন নামে একজনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করা হয়। কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি লাকসাম উপজেলার দক্ষিণ বিনই নোয়াপাড়া গ্রামের মৃত আ. জলিল মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি উপজেলার গোপালপুর গ্রামে নাছিমা আক্তারকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন মো. মহিন উদ্দিন। পরে ওই নারীকে গলায় ও মুখে কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার সরকারি বিশেষ কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত বলেন, ‘১৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৪ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে