কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর তেলিকোনা এলাকায় একটি ভবনসংলগ্ন তার থেকে বিদ্যুতায়িত হয়েছে আবদুল্লাহ নামের (৭) এক শিশু। এ সময় তাকে রক্ষা করতে মা জোরে টান দিলে শিশুটির হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তেলিকোনা চৌমুহনী এলাকার মানিক মিয়া টাওয়ারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর মাও আহত হয়েছেন।
আবদুল্লাহকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর জীবন সংকটাপন্ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ এলাকার বাসিন্দা ও চকবাজারের ব্যবসায়ী মো. শামীম পরিবার নিয়ে তেলিকোনা চৌমুহনী এলাকার মানিক মিয়া টাওয়ারের ছয়তলায় ভাড়া থাকেন। আজ সকালে তাঁরা ছয়তলা থেকে চারতলায় শিফট হচ্ছিলেন। এ সময় আবদুল্লাহকে চারতলায় রেখেই তাঁরা মালামাল নামানোর কাজে ব্যস্ত ছিলেন।
দুপুর পৌনে ১২টার দিকে চারতলার বারান্দাসংলগ্ন অনিরাপদ বৈদ্যুতিক তারে হাত দেয় আবদুল্লাহ। সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত হয়ে পড়ে সে। বিষয়টি বুঝতে পরে আবদুল্লাহর মা তার সন্তানকে জোরে টান দিলে শিশুটির হাত থেকে কবজি আলাদা হয়ে যায়। এ সময় আহত হন শিশুটির মাও। পরবর্তীকালে আবদুল্লাহর হাতের কবজি বিদ্যুতের তারে আটকে থাকতে দেখা যায়।
কুমিল্লার চকবাজার এলাকার বাসিন্দা মহিউদ্দিন মন্টি বলেন, ‘ভবনের বারান্দার গ্রিলের সংলগ্ন থাকা তারে হাত লেগে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি শিশুটির হাতের কবজি বিদ্যুতের তারে ঝুলছে। এই ভবনটির পাশের অনিরাপদ বিদ্যুতের তারে এর আগেও একজন দুর্ঘটনার শিকার হয়েছিলেন।’
ঘটনার পর আবদুল্লাহকে দ্রুত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের প্রধান মীর্জা মো. তাইয়েবুল ইসলাম বলেন, ‘শিশুটিকে যখন আমাদের এখানে নিয়ে আসা হয়, তার অবস্থা খুব একটা ভালো ছিল না। এক হাত পুড়ে আলাদা হয়ে গেছে। দুই পা বার্ন হয়েছে। আমরা ইমার্জেন্সি যা করার করে দিয়েছি। চেয়েছিলাম অপারেশন করাতে। কিন্তু তার পরিবারের ইচ্ছায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।’
কুমিল্লা নগরীর তেলিকোনা এলাকায় একটি ভবনসংলগ্ন তার থেকে বিদ্যুতায়িত হয়েছে আবদুল্লাহ নামের (৭) এক শিশু। এ সময় তাকে রক্ষা করতে মা জোরে টান দিলে শিশুটির হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তেলিকোনা চৌমুহনী এলাকার মানিক মিয়া টাওয়ারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর মাও আহত হয়েছেন।
আবদুল্লাহকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর জীবন সংকটাপন্ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ এলাকার বাসিন্দা ও চকবাজারের ব্যবসায়ী মো. শামীম পরিবার নিয়ে তেলিকোনা চৌমুহনী এলাকার মানিক মিয়া টাওয়ারের ছয়তলায় ভাড়া থাকেন। আজ সকালে তাঁরা ছয়তলা থেকে চারতলায় শিফট হচ্ছিলেন। এ সময় আবদুল্লাহকে চারতলায় রেখেই তাঁরা মালামাল নামানোর কাজে ব্যস্ত ছিলেন।
দুপুর পৌনে ১২টার দিকে চারতলার বারান্দাসংলগ্ন অনিরাপদ বৈদ্যুতিক তারে হাত দেয় আবদুল্লাহ। সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত হয়ে পড়ে সে। বিষয়টি বুঝতে পরে আবদুল্লাহর মা তার সন্তানকে জোরে টান দিলে শিশুটির হাত থেকে কবজি আলাদা হয়ে যায়। এ সময় আহত হন শিশুটির মাও। পরবর্তীকালে আবদুল্লাহর হাতের কবজি বিদ্যুতের তারে আটকে থাকতে দেখা যায়।
কুমিল্লার চকবাজার এলাকার বাসিন্দা মহিউদ্দিন মন্টি বলেন, ‘ভবনের বারান্দার গ্রিলের সংলগ্ন থাকা তারে হাত লেগে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি শিশুটির হাতের কবজি বিদ্যুতের তারে ঝুলছে। এই ভবনটির পাশের অনিরাপদ বিদ্যুতের তারে এর আগেও একজন দুর্ঘটনার শিকার হয়েছিলেন।’
ঘটনার পর আবদুল্লাহকে দ্রুত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের প্রধান মীর্জা মো. তাইয়েবুল ইসলাম বলেন, ‘শিশুটিকে যখন আমাদের এখানে নিয়ে আসা হয়, তার অবস্থা খুব একটা ভালো ছিল না। এক হাত পুড়ে আলাদা হয়ে গেছে। দুই পা বার্ন হয়েছে। আমরা ইমার্জেন্সি যা করার করে দিয়েছি। চেয়েছিলাম অপারেশন করাতে। কিন্তু তার পরিবারের ইচ্ছায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৩ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৩ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৬ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৭ ঘণ্টা আগে