Ajker Patrika

হাতিয়ায় ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ায় ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল,৫টি বেহুন্দি ও ২০ কেজি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। আজ সোমবার সকালে জব্দ করা জাল উপজেলার চরঈশ্বর আজহার মেম্বারের ঘাটে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় নৌ-পুলিশের একটি টিম। এ সময় উপজেলার নলচিরা ঘাটের উত্তর পাশে মেঘনা নদীতে পাতানো অবস্থায় ওই সব জাল পাওয়া যায়। নৌ-পুলিশের টহল দেওয়া ট্রলারটি দেখে জেলেরা পালিয়ে যায়। পরে নদী থেকে জাল তীরে এনে পরিমাপ করে দেখা যায় সেখানে ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল ছিল। এ সময় ৫টি বেহুন্দি জালও নদীতে পাতানো অবস্থায় পাওয়া যায়। 

পরে উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি, ইউপি সদস্য, ঘাটের ইজারাদার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে জব্দ করা জাটকা স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে। 

স্থানীয় জেলেরা জানান, জব্দ করা ওই সব জালের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। 

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, জাটকা শিকার ও কারেন্ট জাল ব্যবহার বন্ধ করতে নদীতে আমাদের অভিযান চলমান রয়েছে। আমাদের দুইটি টিম প্রতিদিন সকালে ও বিকেলে ভিন্ন ভিন্নভাবে টহল দেয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত