ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)
হঠাৎ করেই রাঙামাটির কাপ্তাইয়ে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলার কাপ্তাই ইউনিয়নের দুর্গম হরিণছড়া, ভাঙামুড়া, পাংখোয়া পাড়া, বিলি পাড়া এবং চিৎমরম ইউনিয়নের দুর্গম আড়াছড়ি এলাকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি হচ্ছে। দিনে দিনে রোগী বাড়তে থাকায় গত বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র বলেছে, গত বছরের তুলনায় চলতি বছর এসব এলাকায় ম্যালেরিয়ার শনাক্তের হার বেশি। গত বছরের জুনে যেখানে গড়ে সাতজন ম্যালেরিয়া রোগী ছিল, সেখানে এ বছর চলতি জুনের ২৫ দিনে আক্রান্ত হয়েছে ২০ জন। গত বছর মোটের ওপর কাপ্তাইয়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিল ১০৫ জন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এবার বর্ষা শুরু হওয়ার পরই বিভিন্ন এলাকায় শতাধিক নারী-পুরুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে।
ব্রাক স্বাস্থ্য কর্মসূচি কাপ্তাই উপজেলা ম্যানেজার শম্পা দাশ গুপ্তা বলেন, ‘হঠাৎ করে কাপ্তাইয়ের প্রত্যন্ত অঞ্চলে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারি স্বাস্থ্য বিভাগকে সঙ্গে নিয়ে আমরা এসব এলাকায় উঠান বৈঠক করছি। আক্রান্ত রোগীদের রক্ত পরীক্ষা, চিকিৎসাসেবা প্রদান এবং মশারি বিতরণ করছি।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বুধবার আজকের পত্রিকাকে বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে ম্যালেরিয়া বাড়লেও এ বছর আগের তুলনায় রোগী অনেক বেশি। চলতি জুন মাসেই প্রথম ২৫ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন রোগী চিকিৎসা নিয়েছে।
এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, কাপ্তাই ইউনিয়নের দুর্গম হরিণছড়া, ভাঙামুড়া, পাংখোয়া পাড়া, বিলি পাড়া এবং চিৎমরম ইউনিয়নের দুর্গম আড়াছড়ি এলাকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি দেখা দিয়েছে। শুধু এসব এলাকাই নয়, কাপ্তাই নতুনবাজার এলাকা এবং পাশের চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাবস্টেশন এলাকায়ও ম্যালেরিয়া রোগী পাওয়া গেছে। যাঁরা সচেতন, তাঁরা হাসপাতালে এলেও বাকিরা আসছে না।
ডা. রুইহ্লা অং মারমা বলেন, ম্যালেরিয়া নির্মূলে স্বাস্থ্য বিভাগ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে কার্যক্রম জোরদার করা হয়েছে। জ্বরে আক্রান্ত রোগীদের রক্ত পরীক্ষা করা হচ্ছে, ম্যালেরিয়া রোগের লক্ষণ পেলে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আর রোগীর অবস্থার অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে। জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে উঠান বৈঠক করা হচ্ছে, মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
হঠাৎ করেই রাঙামাটির কাপ্তাইয়ে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলার কাপ্তাই ইউনিয়নের দুর্গম হরিণছড়া, ভাঙামুড়া, পাংখোয়া পাড়া, বিলি পাড়া এবং চিৎমরম ইউনিয়নের দুর্গম আড়াছড়ি এলাকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি হচ্ছে। দিনে দিনে রোগী বাড়তে থাকায় গত বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র বলেছে, গত বছরের তুলনায় চলতি বছর এসব এলাকায় ম্যালেরিয়ার শনাক্তের হার বেশি। গত বছরের জুনে যেখানে গড়ে সাতজন ম্যালেরিয়া রোগী ছিল, সেখানে এ বছর চলতি জুনের ২৫ দিনে আক্রান্ত হয়েছে ২০ জন। গত বছর মোটের ওপর কাপ্তাইয়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিল ১০৫ জন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এবার বর্ষা শুরু হওয়ার পরই বিভিন্ন এলাকায় শতাধিক নারী-পুরুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে।
ব্রাক স্বাস্থ্য কর্মসূচি কাপ্তাই উপজেলা ম্যানেজার শম্পা দাশ গুপ্তা বলেন, ‘হঠাৎ করে কাপ্তাইয়ের প্রত্যন্ত অঞ্চলে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারি স্বাস্থ্য বিভাগকে সঙ্গে নিয়ে আমরা এসব এলাকায় উঠান বৈঠক করছি। আক্রান্ত রোগীদের রক্ত পরীক্ষা, চিকিৎসাসেবা প্রদান এবং মশারি বিতরণ করছি।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বুধবার আজকের পত্রিকাকে বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে ম্যালেরিয়া বাড়লেও এ বছর আগের তুলনায় রোগী অনেক বেশি। চলতি জুন মাসেই প্রথম ২৫ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন রোগী চিকিৎসা নিয়েছে।
এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, কাপ্তাই ইউনিয়নের দুর্গম হরিণছড়া, ভাঙামুড়া, পাংখোয়া পাড়া, বিলি পাড়া এবং চিৎমরম ইউনিয়নের দুর্গম আড়াছড়ি এলাকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি দেখা দিয়েছে। শুধু এসব এলাকাই নয়, কাপ্তাই নতুনবাজার এলাকা এবং পাশের চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাবস্টেশন এলাকায়ও ম্যালেরিয়া রোগী পাওয়া গেছে। যাঁরা সচেতন, তাঁরা হাসপাতালে এলেও বাকিরা আসছে না।
ডা. রুইহ্লা অং মারমা বলেন, ম্যালেরিয়া নির্মূলে স্বাস্থ্য বিভাগ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে কার্যক্রম জোরদার করা হয়েছে। জ্বরে আক্রান্ত রোগীদের রক্ত পরীক্ষা করা হচ্ছে, ম্যালেরিয়া রোগের লক্ষণ পেলে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আর রোগীর অবস্থার অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে। জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে উঠান বৈঠক করা হচ্ছে, মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
ফরিদপুরে কুমার নদে গোসল করতে গিয়ে দুই নাতিসহ দাদি পানিতে ডুবে যাওয়ার পর দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সোয়াদ নামের সাত বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস বলছে, সন্ধ্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
৩৬ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে গিয়ে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার পর রাতে তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেযশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে টানাটানি ও হাতাহাতিতে জড়ানো সেই দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে তাঁরা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে ওই নারীর ছেলে, ছেলের বউসহ স্বজনেরা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে শায়েস্তা করতে কারাফটকে অবস্থান নিলে চরম
১ ঘণ্টা আগেসাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদ বৈচিত্র্য মেলা। জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে এ মেলার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে