Ajker Patrika

এমডির অপসারণের দাবিতে পিআইএল শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
এমডির অপসারণের দাবিতে পিআইএল শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

রাষ্ট্রায়ত্ত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিআইএল) ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুজ্জামানের অপসারণের দাবিতে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের কারখানাটির ভেতরে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা এমডির অপসারণে নানা ধরনের স্লোগানের পাশাপাশি তাঁর কুশপুত্তলিকা আগুনে পোড়ান। এরপর শ্রমিকেরা অর্ধবেলা কর্মবিরতি পালন করেন।

সিবিএ সভাপতি মো. শাহিজুল আলম নিপ্পনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন—সিবিএ সহসভাপতি মো. আবুল হাশেম, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রেমনাথ দাশ, যুগ্ম সম্পাদক মো. ইমরান, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, দপ্তর সম্পাদক জনি মুৎসুদ্দি বড়ুয়া, অর্থ সম্পাদক মঞ্জিল হোসেন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সালাউদ্দিনসহ দেড় শতাধিক শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন। 

পিআইএলের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুজ্জামানের অপসারণের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিলবিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, সরকারি চাকরি পাওয়ার পূর্বশর্ত হচ্ছে সংশ্লিষ্ট পদে উপযুক্ততা থাকলে প্রার্থীকে সে পদে আবেদন করতে হবে। কিন্তু অভিযুক্ত তৌহিদুজ্জামান কোনো ধরনের আবেদন ছাড়াই রাজনৈতিক লোকজনকে ব্যবহার করে গোপালগঞ্জের লোক পরিচয়ে বিধিবহির্ভূতভাবে চাকরি প্রদান করেছেন। অবৈধ নিয়োগ পরবর্তীতে টেন্ডার ছাড়া মালামাল কেনা, অনুমোদন বিহীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া, প্রকল্পের কাজ না করে অর্থব্যয় ও সরকারি তেল ব্যবহারে অনিয়মসহ নানা ধরনের অনিয়মে ডুবতে বসেছে প্রতিষ্ঠানটি। দুর্নীতিপরায়ণ এ এমডিকে অপসারণ করা না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বক্তারা। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুজ্জামান বলেন, ‘এ আন্দোলনের কোনো ভিত্তি নেই। এটি মিথ্যা ষড়যন্ত্রের একটি অংশ। যারা আমার কাছে অনৈতিক সুবিধা পাননি, তারা আমার সুনাম ক্ষুণ্ন করতে আন্দোলনের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত