নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে অটোরিকশায় হেনস্তা ও চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজিরপুর এলাকার রবিন (২০) ও আলাইয়াপুর ইউনিয়নের আরাফাত হোসেন অন্তর (২৩)। আজ দুপুরে উপজেলার চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত বুধবার নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ইফতার মাহফিল শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে মাইজদীর বাসায় যাচ্ছিলেন ওই ছাত্রী। পথে অটোরিকশায় থাকা পাঁচজন পুরুষ ওই ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা করেন এবং তাঁর চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেন। এ সময় তাঁরা ওই ছাত্রীর ব্যাগ থেকে টাকা, একটি এটিএম কার্ড ও মোবাইল ফোন নিয়ে যান। মোবাইল ও বিকাশের পাসওয়ার্ড দিতে বাধ্য করে ছাত্রীকে পরে সিএনজিটি কলেজ গেট থেকে একলাশপুর বাজার পর্যন্ত ঘোরাতে থাকেন। পরে তাঁকে একলাশপুর বাজারের উত্তর পাশের একটি নির্জন স্থানে নামিয়ে দেন। এ সময় ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
এ বিষয়ে জানতে চাইলে র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নোয়াখালীর বেগমগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে অটোরিকশায় হেনস্তা ও চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজিরপুর এলাকার রবিন (২০) ও আলাইয়াপুর ইউনিয়নের আরাফাত হোসেন অন্তর (২৩)। আজ দুপুরে উপজেলার চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত বুধবার নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ইফতার মাহফিল শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে মাইজদীর বাসায় যাচ্ছিলেন ওই ছাত্রী। পথে অটোরিকশায় থাকা পাঁচজন পুরুষ ওই ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা করেন এবং তাঁর চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেন। এ সময় তাঁরা ওই ছাত্রীর ব্যাগ থেকে টাকা, একটি এটিএম কার্ড ও মোবাইল ফোন নিয়ে যান। মোবাইল ও বিকাশের পাসওয়ার্ড দিতে বাধ্য করে ছাত্রীকে পরে সিএনজিটি কলেজ গেট থেকে একলাশপুর বাজার পর্যন্ত ঘোরাতে থাকেন। পরে তাঁকে একলাশপুর বাজারের উত্তর পাশের একটি নির্জন স্থানে নামিয়ে দেন। এ সময় ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
এ বিষয়ে জানতে চাইলে র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
১৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২২ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
৪২ মিনিট আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে