পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীকে মনোনয়ন পেয়েছেন সদ্য প্রয়াত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সামসুল আলমের ছেলে মো. মামুনুর রশিদ রাসেল। গতকাল শুক্রবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত তালিকার মাধ্যমে এ তথ্য জানা যায়। মামুনুর রশিদ রাসেল ছনহরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
দলীয় মনোনয়ন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রাসেল বলেন, ‘আমার বাবা দেশমাতৃকার টানে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমার বাবা সব সময় দেশ ও দেশের মানুষের পাশে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাবাকে জীবদ্দশায় দলীয় নৌকা প্রতীক দিয়েছিলেন। এলাকার মানুষ তাঁকে বিপুল ভোটে জয়ী করেছেন। আমার বাবার মৃত্যুতে ছনহরা ইউপি চেয়ারম্যানশূন্য হয়ে যাওয়ায় আমি তাঁর লালিত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। তিনি আমাকে মূল্যায়ন করেছেন। আমি নির্বাচিত হয়ে সব মানুষের সুখ-দুঃখ লাঘব করে সমাজব্যবস্থাকে একটি রোল মডেলে পরিণত করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আগামী ১৫ জুন নির্বাচনে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করার জন্য সবার কাছে অনুরোধ করছি।’
প্রসঙ্গত, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২৬ ডিসেম্বর পটিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের দিন ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ছনহরায় দুটি কেন্দ্র ধাউরডেঙ্গা সারদা চরন উচ্চ বিদ্যালয় ও রমেশ-ফনিন্দ্র স্মৃতি পাঠাগার কেন্দ্রে পুনরায় ভোট গণনার নির্দেশ দেন নির্বাচন কমিশন। এরপর চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ফের এ দুটি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হলে নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা সামশুল আলম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আবদুর রশিদ দৌলতিকে বিপুল ভোটে পরাজিত করেন। শপথগ্রহণের কয়েক দিন পর বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম মারা গেলে পুনরায় ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১৫ জুন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ মে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। এরপর ১৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীকে মনোনয়ন পেয়েছেন সদ্য প্রয়াত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সামসুল আলমের ছেলে মো. মামুনুর রশিদ রাসেল। গতকাল শুক্রবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত তালিকার মাধ্যমে এ তথ্য জানা যায়। মামুনুর রশিদ রাসেল ছনহরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
দলীয় মনোনয়ন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রাসেল বলেন, ‘আমার বাবা দেশমাতৃকার টানে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমার বাবা সব সময় দেশ ও দেশের মানুষের পাশে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাবাকে জীবদ্দশায় দলীয় নৌকা প্রতীক দিয়েছিলেন। এলাকার মানুষ তাঁকে বিপুল ভোটে জয়ী করেছেন। আমার বাবার মৃত্যুতে ছনহরা ইউপি চেয়ারম্যানশূন্য হয়ে যাওয়ায় আমি তাঁর লালিত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। তিনি আমাকে মূল্যায়ন করেছেন। আমি নির্বাচিত হয়ে সব মানুষের সুখ-দুঃখ লাঘব করে সমাজব্যবস্থাকে একটি রোল মডেলে পরিণত করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আগামী ১৫ জুন নির্বাচনে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করার জন্য সবার কাছে অনুরোধ করছি।’
প্রসঙ্গত, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২৬ ডিসেম্বর পটিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের দিন ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ছনহরায় দুটি কেন্দ্র ধাউরডেঙ্গা সারদা চরন উচ্চ বিদ্যালয় ও রমেশ-ফনিন্দ্র স্মৃতি পাঠাগার কেন্দ্রে পুনরায় ভোট গণনার নির্দেশ দেন নির্বাচন কমিশন। এরপর চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ফের এ দুটি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হলে নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা সামশুল আলম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আবদুর রশিদ দৌলতিকে বিপুল ভোটে পরাজিত করেন। শপথগ্রহণের কয়েক দিন পর বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম মারা গেলে পুনরায় ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১৫ জুন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ মে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। এরপর ১৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে
২৭ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
২৯ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
৩০ মিনিট আগে