Ajker Patrika

রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত সিক্স মার্ডার: সন্ত্রাসী হাছন গ্রেপ্তার 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত সিক্স মার্ডার: সন্ত্রাসী হাছন গ্রেপ্তার 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর একটি মাদ্রাসায় আলোচিত সিক্স মার্ডারের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ হাছন (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে এপিবিএন-১৪। হাছন আলোচিত সিক্স মার্ডারের এজাহারভুক্ত আসামি। আজ শুক্রবার বিকেলে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এপিবিএন-১৪ এর অধিনায়ক নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ২০২১ সালের ২৪ অক্টোবর ভোরে রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক এইচ/ ৫২তে জামেয়া দারুল উলম নদুয়াতুল ওলামা মাদ্রাসার ভেতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা দুষ্কৃতকারী মজিবর রহমানের নেতৃত্বে ২০০ থেকে ২৫০ জন এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে। এতে মাদ্রাসার ৬ জন নিহত হয়। 

এঘটনায় নিহতদের পরিবারের পক্ষে নজরুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৭২। 

এপিবিএন জানিয়েছে, এই মামলায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩ জন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত