Ajker Patrika

পরীক্ষা শেষে ছেলে জানল মা আর নেই

চাঁদপুর প্রতিনিধি
পরীক্ষা শেষে ছেলে জানল মা আর নেই

ভাগ্যের কী লিখন! গর্ভধারিণী মায়ের নিথর দেহ পড়ে আছে নানার বাড়িতে। অন্যদিকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ছেলে শফিকুল ইসলাম অনিক পরীক্ষার হলে। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে জানতে পারেন তার মা আর নেই। 

আজ শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এ ঘটনা ঘটেছে। অনিক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোল্লা বাড়ির কামাল হোসেনের ছেলে। 

স্থানীয় ও স্বজনেরা জানান, শনিবার পদার্থ বিজ্ঞান পরীক্ষা। প্রতিদিনের মতো এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে হাসিমুখে পরীক্ষা দিতে যায় অনিক। পরীক্ষার হলে যাওয়ার পর শনিবার সকালে তার মা অসুস্থজনিত কারণে মারা যান। দীর্ঘদিন থেকে তিনি মরণবিধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। রমজান মাসের আগে চিকিৎসার জন্য বাবার বাড়ি যান অনিকের মা। 

এদিকে মায়ের মৃত্যুর খবর জানত না অনিক। তাকে নানার বাড়িতে নিতে পরীক্ষা শেষে চাচাতো ভাই রুহুল কুদ্দুস দুলাল ও খালেকুজ্জামান শামীম হলের সামনে যান। পরীক্ষা শেষে তাকে নিয়ে রওনা দেন তারা। তখনো অনিক জানা তো না নানার বাড়িতে গিয়ে মা বলে ডাকার মধুর নাম চিরতরে হারিয়ে গেছে তার। 

অনিকের চাচাতো ভাই খালেকুজ্জামান শামীম জানান, অনিক জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে। 

বিকেলে জানাজার নামাজ শেষে অনিকের নানার বাড়িতেই দাফন করা হবে। 

এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত