চাঁদপুর প্রতিনিধি
ভাগ্যের কী লিখন! গর্ভধারিণী মায়ের নিথর দেহ পড়ে আছে নানার বাড়িতে। অন্যদিকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ছেলে শফিকুল ইসলাম অনিক পরীক্ষার হলে। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে জানতে পারেন তার মা আর নেই।
আজ শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এ ঘটনা ঘটেছে। অনিক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোল্লা বাড়ির কামাল হোসেনের ছেলে।
স্থানীয় ও স্বজনেরা জানান, শনিবার পদার্থ বিজ্ঞান পরীক্ষা। প্রতিদিনের মতো এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে হাসিমুখে পরীক্ষা দিতে যায় অনিক। পরীক্ষার হলে যাওয়ার পর শনিবার সকালে তার মা অসুস্থজনিত কারণে মারা যান। দীর্ঘদিন থেকে তিনি মরণবিধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। রমজান মাসের আগে চিকিৎসার জন্য বাবার বাড়ি যান অনিকের মা।
এদিকে মায়ের মৃত্যুর খবর জানত না অনিক। তাকে নানার বাড়িতে নিতে পরীক্ষা শেষে চাচাতো ভাই রুহুল কুদ্দুস দুলাল ও খালেকুজ্জামান শামীম হলের সামনে যান। পরীক্ষা শেষে তাকে নিয়ে রওনা দেন তারা। তখনো অনিক জানা তো না নানার বাড়িতে গিয়ে মা বলে ডাকার মধুর নাম চিরতরে হারিয়ে গেছে তার।
অনিকের চাচাতো ভাই খালেকুজ্জামান শামীম জানান, অনিক জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে।
বিকেলে জানাজার নামাজ শেষে অনিকের নানার বাড়িতেই দাফন করা হবে।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ।
ভাগ্যের কী লিখন! গর্ভধারিণী মায়ের নিথর দেহ পড়ে আছে নানার বাড়িতে। অন্যদিকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ছেলে শফিকুল ইসলাম অনিক পরীক্ষার হলে। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে জানতে পারেন তার মা আর নেই।
আজ শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এ ঘটনা ঘটেছে। অনিক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোল্লা বাড়ির কামাল হোসেনের ছেলে।
স্থানীয় ও স্বজনেরা জানান, শনিবার পদার্থ বিজ্ঞান পরীক্ষা। প্রতিদিনের মতো এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে হাসিমুখে পরীক্ষা দিতে যায় অনিক। পরীক্ষার হলে যাওয়ার পর শনিবার সকালে তার মা অসুস্থজনিত কারণে মারা যান। দীর্ঘদিন থেকে তিনি মরণবিধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। রমজান মাসের আগে চিকিৎসার জন্য বাবার বাড়ি যান অনিকের মা।
এদিকে মায়ের মৃত্যুর খবর জানত না অনিক। তাকে নানার বাড়িতে নিতে পরীক্ষা শেষে চাচাতো ভাই রুহুল কুদ্দুস দুলাল ও খালেকুজ্জামান শামীম হলের সামনে যান। পরীক্ষা শেষে তাকে নিয়ে রওনা দেন তারা। তখনো অনিক জানা তো না নানার বাড়িতে গিয়ে মা বলে ডাকার মধুর নাম চিরতরে হারিয়ে গেছে তার।
অনিকের চাচাতো ভাই খালেকুজ্জামান শামীম জানান, অনিক জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে।
বিকেলে জানাজার নামাজ শেষে অনিকের নানার বাড়িতেই দাফন করা হবে।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ।
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
১ ঘণ্টা আগেঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
২ ঘণ্টা আগেকুষ্টিয়া সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছেন মামুন নামের এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করলে সেখানে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্ত্রী-সন্তানদের ওপর নৃশংস হামলার পর মামুন নিজেও গলায় ছুরিকাঘাত করে ‘আত্মহত্যার’ চেষ্টা করেন।
২ ঘণ্টা আগেবরিশাল নগরীতে যুবলীগ নেতার হয়ে জমি দখলচেষ্টার ঘটনায় অভিযুক্ত মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া শোকজে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী শোকজে স্বাক্ষর করেছেন।
২ ঘণ্টা আগে