নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে একটি অস্ত্র মামলায় সাজা পরোয়ানামূলে ‘কসাই থেকে শীর্ষ সন্ত্রাসী বনে যাওয়া’ মো. জুয়েল ওরফে ধামা জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জুয়েল নগরের চান্দগাঁও থানার কসাইপাড়া এলাকার জয়নাল আবেদীন জুনুর ছেলে। আজ বুধবার তাঁকে গ্রেপ্তারের তথ্য দেন র্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, সম্প্রতি একটি অস্ত্র মামলায় (চান্দগাঁও থানার মামলা নম্বর-১৯ (১২) ২১) আদালত জুয়েলকে ১০ বছরের কারাদণ্ড দেন। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় সাজা পরোয়ানা জারির পর জুয়েল গ্রেপ্তার এড়াতে নগরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তাঁকে গ্রেপ্তার করে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, জুয়েলের বাড়ি কসাইপাড়া এলাকায়। কয়েক বছর আগে দুই ভাই বাদশা রাজু ও জুয়েল চাপাতি হাতে এলাকায় মাংস বিক্রি করতেন। পরে চাপাতির বদলে হাতে পিস্তল তুলে নিয়ে দুই ভাইয়ের নাম এখন হামকা রাজু ও ধামা জুয়েল। তাঁরা এখন এলাকার ত্রাস। চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত জুয়েল।
সিডিএমএস পর্যালোচনা করে ধামা জুয়েলের বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও ও বোয়ালখালী থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, দ্রুত বিচার আইনসহ মোট আটটি মামলার তথ্য পাওয়া যায়।
নুরুল আবছার বলেন, শুধু সন্ত্রাসী কার্যক্রম নয়, কিশোর গ্যাং তৈরিতেও জুয়েলের একচ্ছত্র নেতৃত্ব রয়েছে। নগরের বহদ্দারহাট এলাকায় একটি ছিনতাইকারী চক্রকে নিয়ন্ত্রণ করাসহ চাঁদাবাজি ও মাদক কারবারে তিনি সক্রিয়।
র্যাব কর্মকর্তা বলেন, এ ছাড়া বারইপাড়া এলাকার আনোয়ার নামের এক গার্মেন্ট কর্মকর্তাকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করা, বহদ্দারহাট হক মার্কেটের সিকিউরিটি গার্ড আব্দুস সবুর, কিশোর জিয়াদ ও নুরুল আলম হত্যাকাণ্ডেও তাঁর জড়িত থাকার তথ্য পাওয়া যায়। চাঁদার জন্য আমজাদ হোসেন নামের এক যুবকের দুই পায়ে ড্রিল মেশিনে ছিদ্র করারও অভিযোগ রয়েছে শীর্ষ সন্ত্রাসী ধামা জুয়েলের বিরুদ্ধে। জুয়েলকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে ২০২১ সালের ১৪ ডিসেম্বর বিদেশি অস্ত্রসহ ধামা জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে ২০২১ সালে ২২ ডিসেম্বর আজকের পত্রিকায় ‘কসাই থেকে শীর্ষ সন্ত্রাসী দুই ভাই হামকা ও ধামা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
চট্টগ্রামে একটি অস্ত্র মামলায় সাজা পরোয়ানামূলে ‘কসাই থেকে শীর্ষ সন্ত্রাসী বনে যাওয়া’ মো. জুয়েল ওরফে ধামা জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জুয়েল নগরের চান্দগাঁও থানার কসাইপাড়া এলাকার জয়নাল আবেদীন জুনুর ছেলে। আজ বুধবার তাঁকে গ্রেপ্তারের তথ্য দেন র্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, সম্প্রতি একটি অস্ত্র মামলায় (চান্দগাঁও থানার মামলা নম্বর-১৯ (১২) ২১) আদালত জুয়েলকে ১০ বছরের কারাদণ্ড দেন। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় সাজা পরোয়ানা জারির পর জুয়েল গ্রেপ্তার এড়াতে নগরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তাঁকে গ্রেপ্তার করে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, জুয়েলের বাড়ি কসাইপাড়া এলাকায়। কয়েক বছর আগে দুই ভাই বাদশা রাজু ও জুয়েল চাপাতি হাতে এলাকায় মাংস বিক্রি করতেন। পরে চাপাতির বদলে হাতে পিস্তল তুলে নিয়ে দুই ভাইয়ের নাম এখন হামকা রাজু ও ধামা জুয়েল। তাঁরা এখন এলাকার ত্রাস। চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত জুয়েল।
সিডিএমএস পর্যালোচনা করে ধামা জুয়েলের বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও ও বোয়ালখালী থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, দ্রুত বিচার আইনসহ মোট আটটি মামলার তথ্য পাওয়া যায়।
নুরুল আবছার বলেন, শুধু সন্ত্রাসী কার্যক্রম নয়, কিশোর গ্যাং তৈরিতেও জুয়েলের একচ্ছত্র নেতৃত্ব রয়েছে। নগরের বহদ্দারহাট এলাকায় একটি ছিনতাইকারী চক্রকে নিয়ন্ত্রণ করাসহ চাঁদাবাজি ও মাদক কারবারে তিনি সক্রিয়।
র্যাব কর্মকর্তা বলেন, এ ছাড়া বারইপাড়া এলাকার আনোয়ার নামের এক গার্মেন্ট কর্মকর্তাকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করা, বহদ্দারহাট হক মার্কেটের সিকিউরিটি গার্ড আব্দুস সবুর, কিশোর জিয়াদ ও নুরুল আলম হত্যাকাণ্ডেও তাঁর জড়িত থাকার তথ্য পাওয়া যায়। চাঁদার জন্য আমজাদ হোসেন নামের এক যুবকের দুই পায়ে ড্রিল মেশিনে ছিদ্র করারও অভিযোগ রয়েছে শীর্ষ সন্ত্রাসী ধামা জুয়েলের বিরুদ্ধে। জুয়েলকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে ২০২১ সালের ১৪ ডিসেম্বর বিদেশি অস্ত্রসহ ধামা জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে ২০২১ সালে ২২ ডিসেম্বর আজকের পত্রিকায় ‘কসাই থেকে শীর্ষ সন্ত্রাসী দুই ভাই হামকা ও ধামা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
যশোরের শার্শায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে অভিযুক্ত যুবকের পুরুষাঙ্গ কেটে নিজেকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে শার্শা থানা-পুলিশ অভিযুক্ত ধর্ষণচেষ্টাকারী মুবায়দুল রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে। তিনি শার্শার পাড়ের কায়বা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
২৬ মিনিট আগেসিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ বেশ কিছু প্রসেস মিলের দূষিত কেমিক্যাল বর্জ্য পানিতে মিশে মারা যাচ্ছে বিলের মাছ। গত কয়েক দিন ধরে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামে বিলের পানিতে মাছগুলো ভেসে উঠতে থাকে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামের মৎস্যচাষি আব্দুল আলীম সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর
১ ঘণ্টা আগেঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই স্লোগানে সারা দেশের মতো বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠানমালার অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর
১ ঘণ্টা আগে