Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় আরও দুই ওসিকে বদলি

প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় আরও দুই ওসিকে বদলি

ব্রাহ্মণবাড়িয়া সদর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরও দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। জেলার বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমানকে রংপুরে ও নাসিরনগর থানার ওসি এ. টি. এম আরিচুল হককে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে দুই ওসির বদলির বিষয়ে আদেশ জারি করা হয়।

গত বুধবার (৯ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, এই বদলি হলো পুলিশের নিয়মিত ব্যাপার। হেফাজতের ঘটনার জন্য কেউ বদলি হয়নি।

গত ২৬ থেকে ২৮ মার্চে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনার পর থেকে এখন পর্যন্ত বদলি হওয়া কর্মকর্তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রহিছ উদ্দিন, বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিম, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন, সরাইল থানার ওসি নাজমুল আহমেদ, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান, পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদ ও জেলা পুলিশের কর্মরত ১৩ জন উপপরিদর্শক (এসআই)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত