ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পাশের আমগাছ থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর ক্যানসার চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে অর্থনৈতিক সংকটের পড়ে তিনি মানসিক চাপে ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রাম থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল মালেক মজুমদার (৬০) ওই গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।
পরিবারের বরাতে স্থানীয় গ্রাম-পুলিশ সদস্য কবির হোসেন আজকের পত্রিকাকে জানান, আব্দুল মালেক ৩ সন্তানসহ স্ত্রী মাইনুরী বেগমকে নিয়ে ঢাকায় থাকতেন। সেখানে ফলের ব্যবসা করতেন তিনি। ২ বছর আগে তাঁর স্ত্রী মাইনুরী বেগমের ক্যানসার ধরা পড়ে। ঢাকায় সাধ্যমতো চিকিৎসা করানো শেষে, গ্রামে ফিরে যান তারা। সম্প্রতি তিনি স্ত্রীর চিকিৎসার ব্যয়ভার মেটাতে স্থানীয় বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করেছেন।
সময়মতো সেই ঋণ পরিশোধ করতে না পারা ও স্ত্রীর সুচিকিৎসা করাতে না পেরে তিনি মানসিকভাবে দুশ্চিন্তায় ভুগছিলেন। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায়ের প্রস্তুতি নিতে ঘর থেকে বের হন তিনি। এর কিছুক্ষণ পর ওই বাড়ির সদস্য রাশিদা বেগম চিৎকার শুরু করলে সকলের ঘুম ভেঙে যায়।
রাশিদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ফজরের নামাজের জন্য ওজু করতে পুকুরে যাওয়ার সময় দেখি-আম গাছের সাথে লাইলনের রশি গলায় প্যাঁচানো অবস্থায় মরদেহ ঝুলে আছে।’
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’
চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পাশের আমগাছ থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর ক্যানসার চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে অর্থনৈতিক সংকটের পড়ে তিনি মানসিক চাপে ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রাম থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল মালেক মজুমদার (৬০) ওই গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।
পরিবারের বরাতে স্থানীয় গ্রাম-পুলিশ সদস্য কবির হোসেন আজকের পত্রিকাকে জানান, আব্দুল মালেক ৩ সন্তানসহ স্ত্রী মাইনুরী বেগমকে নিয়ে ঢাকায় থাকতেন। সেখানে ফলের ব্যবসা করতেন তিনি। ২ বছর আগে তাঁর স্ত্রী মাইনুরী বেগমের ক্যানসার ধরা পড়ে। ঢাকায় সাধ্যমতো চিকিৎসা করানো শেষে, গ্রামে ফিরে যান তারা। সম্প্রতি তিনি স্ত্রীর চিকিৎসার ব্যয়ভার মেটাতে স্থানীয় বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করেছেন।
সময়মতো সেই ঋণ পরিশোধ করতে না পারা ও স্ত্রীর সুচিকিৎসা করাতে না পেরে তিনি মানসিকভাবে দুশ্চিন্তায় ভুগছিলেন। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায়ের প্রস্তুতি নিতে ঘর থেকে বের হন তিনি। এর কিছুক্ষণ পর ওই বাড়ির সদস্য রাশিদা বেগম চিৎকার শুরু করলে সকলের ঘুম ভেঙে যায়।
রাশিদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ফজরের নামাজের জন্য ওজু করতে পুকুরে যাওয়ার সময় দেখি-আম গাছের সাথে লাইলনের রশি গলায় প্যাঁচানো অবস্থায় মরদেহ ঝুলে আছে।’
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৬ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১৩ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৭ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪০ মিনিট আগে