ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)
একেকটি নৌকা ভিড়ছে ঘাটে, সঙ্গে সঙ্গে ব্যাপারীরা ছুটে যাচ্ছেন সেটার দিকে। কোনো বোটে আছে কাঁঠাল ও কলা, আবার কোনোটায় আম, আনারস ও জাম। এমন দৃশ্যের দেখা মেলে রাঙামাটির কাপ্তাইয়ের ব্যবসার প্রাণকেন্দ্র জেটিঘাট এলাকাসংলগ্ন কাপ্তাই লেকে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টায় জেটিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, কাপ্তাই লেক ধরে ইঞ্জিনচালিত নৌকায় চেপে বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি, ইজাছড়ি, রাঙামাটি সদরের মগবান, জীবতী, কাপ্তাইয়ের দুর্গম হরিণছড়া এলাকাসহ নানা জায়গা থেকে মৌসুমি ফল কাপ্তাই জেটিঘাটের সাপ্তাহিক বাজারে নিয়ে আসছেন প্রান্তিক কৃষকেরা। তাঁদের খেতে উৎপাদিত হয়েছে এসব মৌসুমি ফল। মূল বাজার জেটিঘাট থেকে একটু ওপরে হলেও নৌকাতেই কেনাবেচা হয়ে যাচ্ছে সব ফল। এতে জেটিঘাটের পাশে হ্রদে জন্ম হয়েছে এক ভাসমান হাটের।
ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশেষ করে এই ফলের মৌসুমে প্রতি শনিবার ১০ লাখ টাকার মতো বিভিন্ন মৌসুমি ফল বিকিকিনি হয় এই হাটে।
কথা হয় কাপ্তাইয়ের জেটিঘাটে কাঁঠাল ও আম বিক্রি করতে আসা রাঙামাটি সদর উপজেলার মগবান এলাকার কৃষক স্নেহ রঞ্জন চাকমা ও নয়ন চাকমার সঙ্গে। তাঁরা জানান, এক একর করে কৃষিজমিতে এ বছর কাঁঠাল ও আমের বাগান করেছেন। ভালো ফলনও হয়েছে। সাপ্তাহিক বাজার শনিবার ইঞ্জিনচালিত বোটে করে এসব ফল জেটিঘাট বাজারে নিয়ে আসেন। নৌকা ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গেই ব্যাপারীরা এসব ফল কিনে নেন, আর বাজারে তুলতে হয় না। এ বছর বেশ লাভবান হচ্ছেন তাঁরা।
কেংড়াছড়ি এলাকার কৃষক ধনপতি চাকমা আনারস ও রুপালি আম নিয়ে এসেছেন সাপ্তাহিক এই বাজারে। তিনি বলেন, ঘাট থেকে ব্যাপারীদের কাছে পাইকারি বিক্রি করে দিয়েছি আনারস ও আম। কষ্ট করে আর বাজারে তুলতে হয় নাই।
কথা হয় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার ব্যাপারী জানে আলম ও আজিমের সঙ্গে। তাঁরা দীর্ঘ ২৫ বছর ধরে এই জেটিঘাট থেকে মৌসুমি ফলসহ পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফল নিয়ে রাঙ্গুনিয়ার বিভিন্ন হাটে বিক্রি করছেন। তাঁরা জানান, পাহাড়ের উৎপাদিত এসব ফল বিষমুক্ত, তাই সমতলের মানুষের কাছে চাহিদাও বেশি। এই ফল বেঁচেই তাঁদের সংসার চলছে।
দীর্ঘ ৪০ বছর ধরে এই জেটিঘাট এলাকায় ঘাট শ্রমিকের কাজ করছেন আবু তাহের ও হারুন মাঝি। তাঁরা জানান, শনিবার হাটের দিন জেটিঘাট বেশ জমজমাট হয়। বিশেষ করে ফলের মৌসুমে শত শত ইঞ্জিনচালিত বোট দিয়ে পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা খুব সকালে তাঁদের খেতে উৎপাদিত ফল নিয়ে আসেন। বোট থেকে ফল ওপরে তুলে দেন ঘাট শ্রমিকেরা। শনিবারে তাঁদের গড়ে আয় হয় ৮০০ টাকার মতো।
কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এখন চলছে মৌসুমি ফলের সিজন। পাহাড়ের উৎপাদিত এসব ফলের যেমন পুষ্টিগুণ আছে, তেমনি এগুলো বিষমুক্ত, যার ফলে এর চাহিদাও বেশ।
একেকটি নৌকা ভিড়ছে ঘাটে, সঙ্গে সঙ্গে ব্যাপারীরা ছুটে যাচ্ছেন সেটার দিকে। কোনো বোটে আছে কাঁঠাল ও কলা, আবার কোনোটায় আম, আনারস ও জাম। এমন দৃশ্যের দেখা মেলে রাঙামাটির কাপ্তাইয়ের ব্যবসার প্রাণকেন্দ্র জেটিঘাট এলাকাসংলগ্ন কাপ্তাই লেকে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টায় জেটিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, কাপ্তাই লেক ধরে ইঞ্জিনচালিত নৌকায় চেপে বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি, ইজাছড়ি, রাঙামাটি সদরের মগবান, জীবতী, কাপ্তাইয়ের দুর্গম হরিণছড়া এলাকাসহ নানা জায়গা থেকে মৌসুমি ফল কাপ্তাই জেটিঘাটের সাপ্তাহিক বাজারে নিয়ে আসছেন প্রান্তিক কৃষকেরা। তাঁদের খেতে উৎপাদিত হয়েছে এসব মৌসুমি ফল। মূল বাজার জেটিঘাট থেকে একটু ওপরে হলেও নৌকাতেই কেনাবেচা হয়ে যাচ্ছে সব ফল। এতে জেটিঘাটের পাশে হ্রদে জন্ম হয়েছে এক ভাসমান হাটের।
ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশেষ করে এই ফলের মৌসুমে প্রতি শনিবার ১০ লাখ টাকার মতো বিভিন্ন মৌসুমি ফল বিকিকিনি হয় এই হাটে।
কথা হয় কাপ্তাইয়ের জেটিঘাটে কাঁঠাল ও আম বিক্রি করতে আসা রাঙামাটি সদর উপজেলার মগবান এলাকার কৃষক স্নেহ রঞ্জন চাকমা ও নয়ন চাকমার সঙ্গে। তাঁরা জানান, এক একর করে কৃষিজমিতে এ বছর কাঁঠাল ও আমের বাগান করেছেন। ভালো ফলনও হয়েছে। সাপ্তাহিক বাজার শনিবার ইঞ্জিনচালিত বোটে করে এসব ফল জেটিঘাট বাজারে নিয়ে আসেন। নৌকা ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গেই ব্যাপারীরা এসব ফল কিনে নেন, আর বাজারে তুলতে হয় না। এ বছর বেশ লাভবান হচ্ছেন তাঁরা।
কেংড়াছড়ি এলাকার কৃষক ধনপতি চাকমা আনারস ও রুপালি আম নিয়ে এসেছেন সাপ্তাহিক এই বাজারে। তিনি বলেন, ঘাট থেকে ব্যাপারীদের কাছে পাইকারি বিক্রি করে দিয়েছি আনারস ও আম। কষ্ট করে আর বাজারে তুলতে হয় নাই।
কথা হয় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার ব্যাপারী জানে আলম ও আজিমের সঙ্গে। তাঁরা দীর্ঘ ২৫ বছর ধরে এই জেটিঘাট থেকে মৌসুমি ফলসহ পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফল নিয়ে রাঙ্গুনিয়ার বিভিন্ন হাটে বিক্রি করছেন। তাঁরা জানান, পাহাড়ের উৎপাদিত এসব ফল বিষমুক্ত, তাই সমতলের মানুষের কাছে চাহিদাও বেশি। এই ফল বেঁচেই তাঁদের সংসার চলছে।
দীর্ঘ ৪০ বছর ধরে এই জেটিঘাট এলাকায় ঘাট শ্রমিকের কাজ করছেন আবু তাহের ও হারুন মাঝি। তাঁরা জানান, শনিবার হাটের দিন জেটিঘাট বেশ জমজমাট হয়। বিশেষ করে ফলের মৌসুমে শত শত ইঞ্জিনচালিত বোট দিয়ে পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা খুব সকালে তাঁদের খেতে উৎপাদিত ফল নিয়ে আসেন। বোট থেকে ফল ওপরে তুলে দেন ঘাট শ্রমিকেরা। শনিবারে তাঁদের গড়ে আয় হয় ৮০০ টাকার মতো।
কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এখন চলছে মৌসুমি ফলের সিজন। পাহাড়ের উৎপাদিত এসব ফলের যেমন পুষ্টিগুণ আছে, তেমনি এগুলো বিষমুক্ত, যার ফলে এর চাহিদাও বেশ।
খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছে মানুষ। ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে গত শনিবার থেকে জেলাজুড়ে চলছে অবরোধ কর্মসূচি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলা ও গুইমারা উপজেলা সদরে জারি করা হয়েছিল ১৪৪ ধারা।
২ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
২ ঘণ্টা আগেবগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেখাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে