রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে চারটি দোকান। গত বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার রানিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে মো. সেলিমের কসমেটিকসের দোকান, মো. জাহাঙ্গীরের সারের দোকান, আবুল হোসেনের সারের দোকান ও যীশু শীলের সেলুনের দোকান পুড়ে গেছে।
এ বিষয়ে বাজারের ইজারাদার ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী বলেন, কসমেটিকসের দোকানটিতে কয়েক লাখ টাকার মালামাল ছিল। অন্য দোকানগুলোসহ সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দেড় ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই চারটি দোকান পুড়ে যায়।
কামরুজ্জামান সুমন আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাঁদের পাশাপাশি কাউখালি ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট কাজ করেছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে সহযোগিতা করেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে চারটি দোকান। গত বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার রানিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে মো. সেলিমের কসমেটিকসের দোকান, মো. জাহাঙ্গীরের সারের দোকান, আবুল হোসেনের সারের দোকান ও যীশু শীলের সেলুনের দোকান পুড়ে গেছে।
এ বিষয়ে বাজারের ইজারাদার ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী বলেন, কসমেটিকসের দোকানটিতে কয়েক লাখ টাকার মালামাল ছিল। অন্য দোকানগুলোসহ সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দেড় ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই চারটি দোকান পুড়ে যায়।
কামরুজ্জামান সুমন আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাঁদের পাশাপাশি কাউখালি ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট কাজ করেছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে সহযোগিতা করেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৩ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১০ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৪ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৩৭ মিনিট আগে