কক্সবাজার প্রতিনিধি
মাদক পাচারে জড়িত গডফাদাররা যেন ছাড় না পায়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘সাধারণত দেখা যায়, মাদক ও ক্যারিয়ার (বাহক) ধরা পড়ে। কিন্তু গডফাদাররা ধরা পড়ে না। কোনো অবস্থায় যাতে গডফাদাররা ছাড় না পায়, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আজ দুপুরে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ বিষয়ে একাধিক সভা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কক্সবাজার মাদকের প্রধান রুট। এ জন্য যারা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন, তাঁদের নিয়েই আজকের সভা হয়েছে। আমরা একটা নির্দেশনা দিয়েছি। মাদক নিয়ন্ত্রণ ও পাচাররোধে সমাজের সবার দায়িত্ব ও ভূমিকা রয়েছে।’ সারা দেশে চাঁদাবাজের দৌরাত্ম্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজ যে পরিচয়ের হোক, যত উচ্চপর্যায়ের হোক, সরকার কাউকে ছাড় দেবে না, ব্যবস্থা নেবে।
মব ভায়োলেন্স বন্ধে সরকারের অবস্থান কঠোর জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মব ভায়োলেন্স কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। যদি কেউ কোনো কিছু করতে চায়, তাহলে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না—এই অধিকার কারও নেই।
শহরের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ বক্তব্য দেন।
সভায় সশস্ত্র বাহিনী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর বিকেলে দুই উপদেষ্টার উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির ও সীমান্তে বিজিবির বিওপি পরিদর্শন করার কথা রয়েছে। সেখান থেকে ফিরে সন্ধ্যায় তাঁরা বিমানযোগে ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
মাদক পাচারে জড়িত গডফাদাররা যেন ছাড় না পায়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘সাধারণত দেখা যায়, মাদক ও ক্যারিয়ার (বাহক) ধরা পড়ে। কিন্তু গডফাদাররা ধরা পড়ে না। কোনো অবস্থায় যাতে গডফাদাররা ছাড় না পায়, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আজ দুপুরে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ বিষয়ে একাধিক সভা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কক্সবাজার মাদকের প্রধান রুট। এ জন্য যারা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন, তাঁদের নিয়েই আজকের সভা হয়েছে। আমরা একটা নির্দেশনা দিয়েছি। মাদক নিয়ন্ত্রণ ও পাচাররোধে সমাজের সবার দায়িত্ব ও ভূমিকা রয়েছে।’ সারা দেশে চাঁদাবাজের দৌরাত্ম্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজ যে পরিচয়ের হোক, যত উচ্চপর্যায়ের হোক, সরকার কাউকে ছাড় দেবে না, ব্যবস্থা নেবে।
মব ভায়োলেন্স বন্ধে সরকারের অবস্থান কঠোর জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মব ভায়োলেন্স কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। যদি কেউ কোনো কিছু করতে চায়, তাহলে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না—এই অধিকার কারও নেই।
শহরের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ বক্তব্য দেন।
সভায় সশস্ত্র বাহিনী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর বিকেলে দুই উপদেষ্টার উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির ও সীমান্তে বিজিবির বিওপি পরিদর্শন করার কথা রয়েছে। সেখান থেকে ফিরে সন্ধ্যায় তাঁরা বিমানযোগে ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে