Ajker Patrika

রেললাইনে দোকান, ট্রেন চলাচলের রুটে বদল

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
মেলা বসেছে পটিয়া রেলস্টেশন-সংলগ্ন এলাকায়। ছবি: আজকের পত্রিকা
মেলা বসেছে পটিয়া রেলস্টেশন-সংলগ্ন এলাকায়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের পটিয়া রেলওয়ে স্টেশনমাস্টার রাশেদুল আলম পাভেলের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রেললাইনে দোকান বসানোর অভিযোগ উঠেছে। দোকানের কারণে ট্রেনগুলো মেইন লাইন ছেড়ে অন্য লাইনে চলাচল করবে বলেও জানা গেছে। এতে যাত্রীদের দুর্ভোগ এবং স্থানীয়দের জীবনঝুঁকির আশঙ্কা সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পটিয়া জমিরিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে মেলা বসেছে পটিয়া রেলস্টেশন-সংলগ্ন এলাকায়। মেলার এসব দোকান বসাতে মাদ্রাসা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না।

মাদ্রাসার মুহতামিম (প্রধান) আবু তাহের কাসেমী নদভী বলেন, রেললাইনের পাশে দোকান বসানোর ব্যাপারে তাঁদের নিষেধ রয়েছে। তিনি বলেন, ‘রেললাইন ঘিরে যে দোকানগুলো বসানো হয়েছে, সেগুলো তুলে দেওয়ার জন্য আমরা স্টেশনমাস্টারকে জানিয়েছি। আমাদের নিষেধ থাকা সত্ত্বেও অদৃশ্য শক্তির ইশারায় প্রতিবছরই এসব দোকান বসে।’

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, পটিয়া রেলস্টেশনের পাশের লাইন ঘেঁষে ৫০ টির বেশি দোকান বসেছে। এগুলো রেলের প্রধান লাইনসংলগ্ন হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জানা গেছে, গত বছরের সভার শেষ দিনে এক পানদোকানি দুর্ঘটনার শিকার হয়েছিলেন।

স্থানীয় সূত্রের দাবি, স্টেশনমাস্টার রাশেদুল আলম পাভেল মোটা অঙ্কের টাকার বিনিময়ে রেললাইনে দোকান বসানোর অনুমতি দিয়েছেন। তাঁর নির্দেশে রেলেরই একজন দোকান বসানো থেকে শুরু করে টাকা আদায়ের তদারকি করছেন বলেও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, রেললাইন ঘেঁষে দোকান বসানোর কারণে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার রেলগাড়িগুলো মেইন লাইনের বদলে লুপ লাইন ব্যবহার করবে। এতে যাত্রীদের ওঠানামায় ভোগান্তি বাড়বে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে স্টেশনমাস্টার বলেন, ‘রেললাইনের পাশে দোকান বসানোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’ তবে কারা দোকান বসিয়েছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘কিছু দোকান রাতে পুলিশ তুলে দিয়েছে। বাকিগুলোর বিষয়ে রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানিয়েছি।’

এ বিষয়ে কথা বলতে রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমানকে কয়েকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...