Ajker Patrika

কুবি রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি, পাবেন না সুযোগ-সুবিধা

কুবি প্রতিনিধি 
মো. মজিবুর রহমান। ছবি: সংগৃহীত
মো. মজিবুর রহমান। ছবি: সংগৃহীত

আর্থিক অনিয়মের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার মো. মজিবুর রহমানকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব কথা জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ৩ মার্চ থেকে মো. মজিবুর রহমানকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

আদেশে আরও বলা হয়েছে, মো. মজিবুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তিনি বেতন-ভাতাদি পেলেও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে যানবাহন, টেলিফোন, মোবাইল ফোন ও সংবাদপত্রসংক্রান্ত কোনো সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না।

জানতে চাইলে মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘এই আদেশ (অর্ডার) দেখে আমি কিংকর্তব্যবিমূঢ়। অভিযোগের ব্যাপারে আমি জানি না। তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আমি সহযোগিতা করব, যাতে সত্য ঘটনা উদ্‌ঘাটন করতে পারে। আমার বিবেকের জায়গা থেকে প্রশাসনিক হোক, আর্থিক হোক, এমন কোনো দুর্নীতি করিনি।’

মজিবুর রহমান বলেন, ‘নতুন প্রশাসন আসার পর থেকে আমি অনুভব করেছি, আসলে এই বিশ্ববিদ্যালয়ে আমার পথ ভালো হবে না। বলতে গেলে আমার ভাগ্যটা খারাপ। ভাগ্যের বিড়ম্বনায় পড়ে গেছি।’

দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আসলে ছাত্র-শিক্ষক ও প্রশাসনের সবার সঙ্গে এক সেতুবন্ধন করা আমার কাজ। এই পদের এমন কোনো ক্ষমতা নেই যে আমি কিছু করে ফেলব। অর্ডারগুলো ক্যারি করা এবং আমি চেষ্টা করব যেন আইনানুযায়ী সবার সঙ্গে ভালোভাবে চলতে পারি।’

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘কী কী অভিযোগ রয়েছে, সেটা আমি বলতে পারি না। একটা তদন্ত কমিটি করা হয়েছে। ওইখানে শিক্ষক-কর্মকর্তা রয়েছেন। অফিস আদেশের মাধ্যমে আগামীকাল জানা যাবে কারা রয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত