Ajker Patrika

সহোদরসহ ৩ শিশুকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
সহোদরসহ ৩ শিশুকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় একটি মহিলা মাদ্রাসার তিন শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুদের মধ্যে এক পরিবারের দুই বোন রয়েছে। এসব ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে সোমবার গভীর রাতে বরুড়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরুড়া থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওই শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার নরিন গ্রামের মাদ্রাসা লাগোয়া বাড়ির আলী আজ্জমের ছেলে আলী আকবর (৫৫) গত রোববার দুপুরে মাদ্রাসাটির ১০ বছরের এক শিশু ছাত্রীকে ধর্ষণ করে। পরে তাঁর পরিবার শিশুটিকে বরুড়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। ওই রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে বরুড়া থানায় অভিযোগ করলে পুলিশ আলী আকবরকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। এদিকে ওই মাদ্রাসার আরও ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ এনে আলী আকবরের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়। 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়, মাদ্রাসাটির মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করতে নামলে আলী আকবর ছোট শিশুদের চকলেট, চানাচুর কিংবা নগদ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। 

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো. ইলিয়াছ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ওই মাদ্রাসায় ৪শ মেয়ে শিক্ষার্থী আছে। এর মধ্যে এমন ঘটনায় ৩ জনকে অসুস্থ পাওয়া গেছে। 

বরুড়া থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার বলেন, ওই মাদ্রাসায় পড়ুয়া ৩ ছাত্রীর দুই পরিবার থানায় পৃথক মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আলী আকবরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত