Ajker Patrika

চট্টগ্রামে আয়কর বিভাগের কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে আয়কর বিভাগের কার্যালয়ে আগুন

চট্টগ্রামের আগ্রাবাদের সিডিএতে পিএইচপির মালিকানাধীন ভবনের আয়কর বিভাগ কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় নিচতলার বেসমেন্টে একটি গাড়ি থেকে এই আগুন লাগে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ জানান, সকাল সাড়ে সাতটায় তারা আগুন লাগার খবর পান। পরে তাদের দুটি স্টেশনের মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। 

নিউটন দাশ আরও বলেন, ভবনটি পিএইচপির মালিকানাধীন। সেখানে আয়কর বিভাগের কার্যালয় আছে। পার্কিং এরিয়াতে একটি প্রাইভেট কার থেকে এই আগুনের সূত্রপাত। সকালের দিকে হওয়ায় এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে তা আমরা তদন্ত করে বলতে পারব। তবে বড় কোন ক্ষতি ছাড়া আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত