Ajker Patrika

কসবায় ঘরে গাছ পড়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কসবায় ঘরে গাছ পড়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে ঘরে গাছ ভেঙে পড়ে জয়নাল আবেদীন (২৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। এতে আহত হয়েছে তাঁর স্ত্রী নিপা আক্তার (২০)। গতকাল সোমবার রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সমবেদনা জানাতে নিহতের বাড়িতে যান উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম ও পৌর মেয়র মো. গোলাম হাক্কানী। 

নিহতের এক স্বজন জানান, রাতে খাওয়া দাওয়া শেষে ছোট দোচালা টিনের ঘরে ঘুমিয়ে পড়ে জয়নাল ও তাঁর স্ত্রী নিপা আক্তার। রাতে হালকা বৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার গতি বেড়ে যায়। রাত আনুমানিক ১২টার দিকে ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী চাপা পড়েন। চাপা পড়া অবস্থায় তারা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে গাছটি কেটে দুজনকে উদ্ধার করেন। ততক্ষণে মারা যান জয়নাল আবেদীন। কোমর এবং পায়ে মারাত্মক আঘাত পান তাঁর স্ত্রী নিপা আক্তার। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, ‘ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে পড়ে নিহত জয়নালের বাড়িতে আমরা গিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি ঘর করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। জেলা প্রশাসনের ত্রাণ শাখার পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করে দেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত