নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে ট্রাক্টর চাপায় মো. বাদল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই যাত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. বাদল রাজগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলাদিনগর গ্রামের আবদুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুই বন্ধুসহ মোটরসাইকেলে রাজগঞ্জ বাজারের দিকে আসছিলেন বাদল। সন্ধ্যায় বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছার পর সামনে থাকা ইটবাহী একটি ট্রাক্টরকে অতিক্রম করতে গিয়ে সড়কে পড়ে যান মোটরসাইকেলের তিন আরোহী। এ সময় বাদল ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল থেকে পড়ে আহত হন তাঁর সঙ্গে থাকা অপর দুই আরোহী।
স্থানীয়রা জানিয়েছেন, বাদলের বুকের ওপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে ট্রাক্টর চাপায় মো. বাদল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই যাত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. বাদল রাজগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলাদিনগর গ্রামের আবদুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুই বন্ধুসহ মোটরসাইকেলে রাজগঞ্জ বাজারের দিকে আসছিলেন বাদল। সন্ধ্যায় বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছার পর সামনে থাকা ইটবাহী একটি ট্রাক্টরকে অতিক্রম করতে গিয়ে সড়কে পড়ে যান মোটরসাইকেলের তিন আরোহী। এ সময় বাদল ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল থেকে পড়ে আহত হন তাঁর সঙ্গে থাকা অপর দুই আরোহী।
স্থানীয়রা জানিয়েছেন, বাদলের বুকের ওপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে
৩৮ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
৩৯ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
৪০ মিনিট আগে