Ajker Patrika

এমপি বাহারের কেন্দ্রে ভোট পড়েছে ৫২.৭০%

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে
আপডেট : ১৫ জুন ২০২২, ১৭: ৪৩
এমপি বাহারের কেন্দ্রে ভোট পড়েছে ৫২.৭০%

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় (কুমিল্লা-৬) সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। এমপি বাহার ওই কেন্দ্রের ১ নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করেন। তাঁর দেওয়া কেন্দ্রে ভোট পড়েছে ৫২.৭০ শতাংশ। এ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ হাজার ৩৭০ জন। 

ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে এই কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সারও ভোট দেন। 

ভোটাধিকার প্রয়োগ শেষে আওয়ামী লীগের প্রার্থী রিফাত বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ চমৎকার। ফলাফল যা-ই হোক, আমি মেনে নেব। আমি জয়ী না হলেও যিনি জয়ী হবেন তাঁকে আমি সবার আগে ফুলের মালা দেব।’ 

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রিফাত বলেন, ‘তাঁরা তো শুরু থেকেই নালিশ করছেন। তাঁদের পোলিং এজেন্টরা সসম্মানে কাজ করছেন।’ 

অন্যদিকে নগরীর হোচ্ছামিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সাক্কু বলেন, ‘ইভিএমে সমস্যা পাচ্ছি।’ তবে নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

সাক্কু বলেন, ‘নির্বাচনে এ রকম পরিবেশ বজায় থাকলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’ 

উল্লেখ্য, কুসিক নির্বাচনে পাঁচ মেয়র পদপ্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। সব কটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সবশেষ ২০১৭ সালে এই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত