Ajker Patrika

মুক্তিপণের টাকা নিতে এসে গ্রেপ্তার হলেন ২ যুবক

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
মুক্তিপণের টাকা নিতে এসে গ্রেপ্তার হলেন ২ যুবক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. মালু মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সালদানদী রেলস্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ বুধবার বিকেলে এই তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ। 

গ্রেপ্তাররা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার এমরান হোসেন (৩০) ও একই উপজেলার শশীদল ইউনিয়নের কালামকান্দি দেউষ এলাকার মো. রাব্বি (২০)। 

এর আগে গতকাল দুপুরে মো. মালু মিয়াকে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা টানাব্রিজ এলাকা থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করা হয়। অপহৃত মালু মিয়া উপজেলার শিদলাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত শাহ আলমের ছেলে। 

ভুক্তভোগীর পরিবারের লোকজন জানান, মালু মিয়াকে অপহরণের পর তাঁর স্ত্রীর কাছে মোবাইল ফোনে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে মালু মিয়ার স্ত্রী আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর আত্মীয়-স্বজন থানায় জানান এবং মুক্তিপণের টাকা দিতে রাজি হন। 

অপহরণকারীদের পাঠানো বিকাশ এজেন্টের নম্বরে মুক্তিপণের টাকা নিতে এলে পরিকল্পনা অনুযায়ী পুলিশ অপহরণকারীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় অপহৃত মালু মিয়াকে উদ্ধার করে থানা-পুলিশ। 

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া এমরান হোসেন ও মো. রাব্বি ছাড়াও এই অপহরণের সঙ্গে ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা এলাকার মো. পারভেজ (২৪), গঙ্গানগর এলাকার আবুল হোসেন (৪৫) এবং টাঙ্গাইলের মির্জাপুর থানার কোদালিয়া এলাকার মো. মারুফ হোসেন (২০) জড়িত ছিল। 

ওসি এস এম আতিক উল্লাহ বলেন, ‘গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত