রাশেদুজ্জামান অলি, পানছড়ি (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ি উপজেলার বাজারে সারা বছরই মেলে পাহাড়ির ফল ও শাকসবজি। মূলত সংসারের জোগান দিতে বন-জঙ্গল থেকে সংগ্রহ করা শাকসবজি বাজারে আনেন নারীরা। সম্পূর্ণ বিষমুক্ত প্রাকৃতিক এই সবজি কিনতে সকাল-বিকেল বাজারে আসেন ক্রেতারা।
পানছড়ির চেঙ্গী, বড়কলক, পুজগং, বাবুড়াপাড়া, কুড়াদিয়া, দাংগা বাজারে প্রতিদিন বুনো সবজি কিনতে পাওয়া যায়। এসব বাজারে বিক্রেতাদের বেশির ভাগই নারী। অল্প হলেও সকাল-বিকেলে বিক্রি করতে আনেন তাঁরা। কেউ কেউ বিভিন্ন এলাকা থেকে সবজি, ফলমূল কিনে এনে বিক্রি করছেন।
বুনো সবজির মধ্যে আছে বাঁশের কুড়ল, তারাগাছ, কচুশাক, কচুর লতি, কচুর ফুল, কাঁচা-পাকা পেঁপে, থানকুনি পাতা, কলার মোচা, জুমের কচু, মারফা (শসাজাতীয়), জুমকুমড়া, বরবটি উল্লেখযোগ্য।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণাকর চাকমা জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠী সনাতন পদ্ধতিতে জুমখেতে ধান, হলুদ, আদা, মারফা, কচু, লাউ-কুমড়াসহ বিভিন্ন ফসল চাষ করে থাকে। এ ছাড়া বুনো কলামোচা, ঢেঁকিশাক, তারাগাছ, বাঁশকড়ুল, থানকুনি পাতা, লতাপাতাসহ বিভিন্ন বনজ সবজি সংগ্রহ করেন। এগুলো স্থানীয় বাসিন্দাদের পছন্দের খাবার। তাই এসব সবজির চাহিদাও বেশি।
পুজগাং বাজারে জুমের সবজি ক্রেতা নীল রঞ্জন চাকমা, মীনাক্ষী চাকমা, সুপিলা চাকমা জানান, এখানে বনের ভেজালমুক্ত শাকসবজি পাওয়া যায়। তাই প্রতিদিন প্রয়োজনমতো কিনে নিয়ে যান তাঁরা।
পাহাড়ি সবজি বিক্রেতা অনুরূপা ত্রিপুরা বলেন, ‘পাহাড়ের জঙ্গলে, গোনায় (দুই পাহাড়ের মাঝঅংশ), ছড়ার পাড়ে, সবজি সংগ্রহ করে বিক্রি করা খুবই কষ্টের। পাহাড়ের পিচ্ছিল পথ পাড়ি দিয়ে ঝাড়-জঙ্গল থেকে সারা দিন বিভিন্ন ধরনের শাকসবজি কুড়িয়ে এনে বিকেলে এ বাজারে বিক্রি করি।’
সবজি বিক্রি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা আয় হয়। এই টাকা দিয়েই পরিবারের খরচে কিছুটা জোগান দেন বলে জানান অনুরূপা।
পুজগাং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় চাকমা বলেন, পানছড়ি বাজারের ভেজালমুক্ত শাকসবজি কিনতে প্রতিদিন পাহাড়ি-বাঙালি ভিড় করেন।
চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকায় কৃষিকাজ ছাড়া কোনো কাজের উৎস নাই। পাহাড়ি মেয়েরা সব কাজেই পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জুমেচাষ করা ও বনজঙ্গল থেকে সংগৃহীত টাটকা সবজি বিক্রি করে পরিবারে জোগান দেন।’
খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ি উপজেলার বাজারে সারা বছরই মেলে পাহাড়ির ফল ও শাকসবজি। মূলত সংসারের জোগান দিতে বন-জঙ্গল থেকে সংগ্রহ করা শাকসবজি বাজারে আনেন নারীরা। সম্পূর্ণ বিষমুক্ত প্রাকৃতিক এই সবজি কিনতে সকাল-বিকেল বাজারে আসেন ক্রেতারা।
পানছড়ির চেঙ্গী, বড়কলক, পুজগং, বাবুড়াপাড়া, কুড়াদিয়া, দাংগা বাজারে প্রতিদিন বুনো সবজি কিনতে পাওয়া যায়। এসব বাজারে বিক্রেতাদের বেশির ভাগই নারী। অল্প হলেও সকাল-বিকেলে বিক্রি করতে আনেন তাঁরা। কেউ কেউ বিভিন্ন এলাকা থেকে সবজি, ফলমূল কিনে এনে বিক্রি করছেন।
বুনো সবজির মধ্যে আছে বাঁশের কুড়ল, তারাগাছ, কচুশাক, কচুর লতি, কচুর ফুল, কাঁচা-পাকা পেঁপে, থানকুনি পাতা, কলার মোচা, জুমের কচু, মারফা (শসাজাতীয়), জুমকুমড়া, বরবটি উল্লেখযোগ্য।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণাকর চাকমা জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠী সনাতন পদ্ধতিতে জুমখেতে ধান, হলুদ, আদা, মারফা, কচু, লাউ-কুমড়াসহ বিভিন্ন ফসল চাষ করে থাকে। এ ছাড়া বুনো কলামোচা, ঢেঁকিশাক, তারাগাছ, বাঁশকড়ুল, থানকুনি পাতা, লতাপাতাসহ বিভিন্ন বনজ সবজি সংগ্রহ করেন। এগুলো স্থানীয় বাসিন্দাদের পছন্দের খাবার। তাই এসব সবজির চাহিদাও বেশি।
পুজগাং বাজারে জুমের সবজি ক্রেতা নীল রঞ্জন চাকমা, মীনাক্ষী চাকমা, সুপিলা চাকমা জানান, এখানে বনের ভেজালমুক্ত শাকসবজি পাওয়া যায়। তাই প্রতিদিন প্রয়োজনমতো কিনে নিয়ে যান তাঁরা।
পাহাড়ি সবজি বিক্রেতা অনুরূপা ত্রিপুরা বলেন, ‘পাহাড়ের জঙ্গলে, গোনায় (দুই পাহাড়ের মাঝঅংশ), ছড়ার পাড়ে, সবজি সংগ্রহ করে বিক্রি করা খুবই কষ্টের। পাহাড়ের পিচ্ছিল পথ পাড়ি দিয়ে ঝাড়-জঙ্গল থেকে সারা দিন বিভিন্ন ধরনের শাকসবজি কুড়িয়ে এনে বিকেলে এ বাজারে বিক্রি করি।’
সবজি বিক্রি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা আয় হয়। এই টাকা দিয়েই পরিবারের খরচে কিছুটা জোগান দেন বলে জানান অনুরূপা।
পুজগাং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় চাকমা বলেন, পানছড়ি বাজারের ভেজালমুক্ত শাকসবজি কিনতে প্রতিদিন পাহাড়ি-বাঙালি ভিড় করেন।
চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকায় কৃষিকাজ ছাড়া কোনো কাজের উৎস নাই। পাহাড়ি মেয়েরা সব কাজেই পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জুমেচাষ করা ও বনজঙ্গল থেকে সংগৃহীত টাটকা সবজি বিক্রি করে পরিবারে জোগান দেন।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে