Ajker Patrika

ফটিকছড়িতে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রামের ফটিকছড়িতে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। 

হামলায় উপজেলা যুবদলের সদস্যসচিব মাহমুদুল হাসান দিলু, নাজিরহাট পৌরসভা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ ইব্রাহিম, ফটিকছড়ি পৌরসভা যুবদলের আহ্বায়ক মঈন উল্লাহ উজ্জ্বল, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ উল্লাহ, ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বেলাল উদ্দিন মুন্না, দাঁতমারা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্তত ১০ আহত হন। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহির আজম চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামালের নেতৃত্বে ৩০ / ৪০ জন নেতা-কর্মী অতর্কিত আমাদের ওপর হামলা চালায়। তাঁরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে আমাদের দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের ১০ জন নেতা-কর্মী গুরুতর আহত হন। তাঁদের নাজিরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

তবে ছাত্রলীগের দাবি, বিএনপির নেতা–কর্মীরা ফুল দেওয়ার নামে শিবিরের নেতা–কর্মীদের নিয়ে সেখানে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছিল। ছাত্রলীগের কর্মীরা তাদের পরিকল্পনা নস্যাৎ করে প্রতিহত করেছে। সেখানে কোনো হামলার ঘটনা ঘটেনি। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, ‘আমাদের কাছে খবর ছিল, তাঁরা সেখানে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করবে। তাঁরা এলাকার চিহ্নিত শিবিরের ক্যাডারদের সঙ্গে নিয়ে ফুল দিতে এসেছিল। আমাদের নেতা–কর্মীরা তাঁদের প্রতিহত করেছে। সেখানে কারও ওপর হামলা করা হয়নি।’ 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের ঝামেলার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ যায়। গিয়ে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ এখনো অভিযোগও দেয়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত