Ajker Patrika

চট্টগ্রামে লরিচাপায় শিশুসহ ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে লরিচাপায় শিশুসহ ২ জন নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারানো একটি কন্টেইনারবাহী লরিচাপায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। গতকাল শুক্রবার রাতে পতেঙ্গা থানার বিমানবন্দর সড়কের বাটারফ্লাই পার্কসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আসাদুজ্জামান সানি (১৯) ও পাঁচ বছর বয়সী সাকিব (৫)। তারা সম্পর্কে মামা-ভাগনে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ইমরান (৮), তাসপিয়া (২০), নুসরাত (৩৫) ও নুরুল আমিন (২১)।

পতেঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. সেলিম আজকের পত্রিকাকে বলেন, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নেভাল সড়ক দিয়ে এসে লরিটি প্রজাপতি পার্কের সামনের রাস্তা দিয়ে টানেল সড়কে যাচ্ছিল। বাঁয়ে মোড় নেওয়ার সময় লরিটি সেখানে থাকা পাঁচজনকে চাপা দিয়ে পুকুরে পড়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বলেন, স্থানীয় লোকজন আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজন মারা যায়। আরও চারজন হাসপাতালে ভর্তি আছে।

পতেঙ্গা ফায়ার স্টেশনের কর্মকর্তা শাহেদ কুতুবী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। ঘটনার সময় এক শিশু নিখোঁজ ছিল। পরে তার লাশ উদ্ধার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত