উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত শিশুদের অংশগ্রহণে ব্যতিক্রমী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ৮ এপিবিএন। গতকাল মঙ্গলবার বিকেলে ‘লাইফ ইন দ্য আইস অব রোহিঙ্গা কিডস’ শিরোনামে উখিয়ার ময়নাঘোনা পুলিশ ক্যাম্পে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ৮ এপিবিএনের আওতাধীন ১১, ১২ ও ১৮ নম্বর ক্যাম্পের ৫০ জন রোহিঙ্গা শিশু।
বাংলাদেশের ক্যাম্পের জীবন, মিয়ানমারে ফেলে আসা শৈশবের দৃশ্য রংপেনসিলের বুননে চিত্রে ফুটিয়ে তুলেছে একঝাঁক রোহিঙ্গা শিশু। অংশগ্রহণকারী শিশুদের অধিকাংশই চিত্রকর্মে ফুটি উঠেছে মিয়ানমারের স্মৃতি। রোহিঙ্গা শিশুদের দৃশ্যপটে আরও ছিল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন।
মিয়ানমারের মংডু জেলার বলিবাজার থেকে ২০১৭ সালের আগস্টে সহিংসতার সময় পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গা শিশু ওমর ফারুকের পরিবার। ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ওমর ফারুকের চিত্রে ফুটে ওঠে মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নের দৃশ্য।
এ বিষয়ে ফারুক বলেন, ‘আমাদের দেশের কথা খুব মনে পড়ে, আমরা আবার আরাকানে যাব। আমাদের দেশ খুব সুন্দর। সেখানকার দৃশ্য আঁকতে পেরে ভালো লাগছে।’
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন তরুণ রোহিঙ্গা চিত্রশিল্পী এনায়েত খান। তিনি বলেন, ‘আমাদের শিশুরা অনেক মেধাবী, তারা সুযোগ পেলে অনেক ভালো চিত্রশিল্পী হতে পারবে। এপিবিএনের এই উদ্যোগে আমরা খুব খুশি।’
৮ এপিবিএনের অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, ‘মানবিক পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে রোহিঙ্গা শিশুরা তাদের অনুভূতি চিত্রে প্রকাশের সুযোগ পেয়েছে।’
প্রতিযোগিতা শেষে বিজয়ী ৯ রোহিঙ্গা শিশুর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত শিশুদের অংশগ্রহণে ব্যতিক্রমী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ৮ এপিবিএন। গতকাল মঙ্গলবার বিকেলে ‘লাইফ ইন দ্য আইস অব রোহিঙ্গা কিডস’ শিরোনামে উখিয়ার ময়নাঘোনা পুলিশ ক্যাম্পে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ৮ এপিবিএনের আওতাধীন ১১, ১২ ও ১৮ নম্বর ক্যাম্পের ৫০ জন রোহিঙ্গা শিশু।
বাংলাদেশের ক্যাম্পের জীবন, মিয়ানমারে ফেলে আসা শৈশবের দৃশ্য রংপেনসিলের বুননে চিত্রে ফুটিয়ে তুলেছে একঝাঁক রোহিঙ্গা শিশু। অংশগ্রহণকারী শিশুদের অধিকাংশই চিত্রকর্মে ফুটি উঠেছে মিয়ানমারের স্মৃতি। রোহিঙ্গা শিশুদের দৃশ্যপটে আরও ছিল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন।
মিয়ানমারের মংডু জেলার বলিবাজার থেকে ২০১৭ সালের আগস্টে সহিংসতার সময় পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গা শিশু ওমর ফারুকের পরিবার। ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ওমর ফারুকের চিত্রে ফুটে ওঠে মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নের দৃশ্য।
এ বিষয়ে ফারুক বলেন, ‘আমাদের দেশের কথা খুব মনে পড়ে, আমরা আবার আরাকানে যাব। আমাদের দেশ খুব সুন্দর। সেখানকার দৃশ্য আঁকতে পেরে ভালো লাগছে।’
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন তরুণ রোহিঙ্গা চিত্রশিল্পী এনায়েত খান। তিনি বলেন, ‘আমাদের শিশুরা অনেক মেধাবী, তারা সুযোগ পেলে অনেক ভালো চিত্রশিল্পী হতে পারবে। এপিবিএনের এই উদ্যোগে আমরা খুব খুশি।’
৮ এপিবিএনের অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, ‘মানবিক পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে রোহিঙ্গা শিশুরা তাদের অনুভূতি চিত্রে প্রকাশের সুযোগ পেয়েছে।’
প্রতিযোগিতা শেষে বিজয়ী ৯ রোহিঙ্গা শিশুর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
২২ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে