Ajker Patrika

নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২৩, ১৭: ০৪
নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

নোয়াখালীর চাটখিল উপজেলার গোপাইরবাগ গ্রামে স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনায় স্বামী আল আমিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্ত আল আমিন (৩৪) চাটখিল উপজেলার সোমপাড়া ইউনিয়নের গোপাইরবাগ গ্রামের আফতাব উদ্দিন পাটোয়ারী বাড়ির কালা মিয়ার ছেলে। 

আদালত সূত্রে জানা গেছে, ঘটনার প্রায় চার বছর আগে পারিবারিকভাবে প্রিয়া আক্তারকে (১৯) বিয়ে করেন আল আমিন। বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিকভাবে প্রিয়াকে নির্যাতন করতেন তিনি। পরবর্তীকালে তিনি অন্যত্র বিয়ে করবেন এবং কোনো প্রকার বাধা দিলে প্রিয়াকে খুন করে লাশ গুম করারও হুমকি দেন। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ঘটনার তিন মাস আগে বাবার বাড়িতে চলে যান প্রিয়া। এর পর থেকে তাঁর কোনো খোঁজখবর নিতেন না আল আমিন। 

 ২০১৮ সালের ১৭ জুন ঢাকায় যাওয়ার আগে শপিং করে দেবেন বলে প্রিয়াকে মোবাইলে কল দিয়ে বাড়িতে ডেকে আনেন আল আমিন। তাঁর কথা বিশ্বাস করে প্রিয়া এলে আল আমিন তাঁকে কৌশলে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে যান এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী ধারালো ছোরা দিয়ে গলা কেটে হত্যা করেন। 

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চাটখিল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালতের ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন আসামি আল আমিন। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল বলেন, ‘ঘটনাটি যেহেতু হত্যা, আমরা আসামির মৃত্যুদণ্ড আশা করছিলাম। রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ 

মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় সরকারের পক্ষ থেকে (ডিফেন্স ল ইয়ার) হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শিব নাথ ভৌমিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত