চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের বাসভবন ও বাস ভাঙচুরের ঘটনায় করা মামলার আসামি ছাত্রলীগ কর্মীদের নিরপরাধ দাবি করে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রলীগ। একই সঙ্গে শাটল ট্রেনের বগির সংখ্যা বাড়ানোসহ সাত দফা দাবি উত্থাপন করেছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর সংগঠনের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু স্বাক্ষরিত স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
দাবিগুলো হলো, শাটল দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিত এবং সম্পূর্ণ ব্যয় বহন করা, অনতিবিলম্বে নিরপরাধ শিক্ষার্থীদের মামলা থেকে অব্যাহতি, সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের ব্যবস্থা, শাটল ট্রেনের দুর্ঘটনার গাফিলতি বা অপব্যবস্থাপনার সুষ্ঠু তদন্ত কমিটি গঠন ও জড়িতদের শাস্তির ব্যবস্থা, শাটল ট্রেনের সংখ্যা ও শিডিউল বৃদ্ধি করা, ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং ক্যাম্পাসে ও শাটল ট্রেনে শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
স্মারকলিপিতে নেতৃদ্বয় বলেন, গত ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনে শিক্ষার্থী আহতের দুঃখজনক ঘটনা ঘটে। শাটল ট্রেনে বগির সংকট ও অপব্যবস্থাপনার দরুন মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা পরবর্তীতে গণজোয়ারে রূপ নেয়।
তারা বলেন, সেই শান্তিপূর্ণ অধিকার আদায়ের আন্দোলনে কিছু বিশৃঙ্খলাকারী বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনসহ অন্যান্য সরকারি সম্পত্তি ভাঙচুর করে।
নেতৃদ্বয় বলেন বলেন, এই ন্যক্কারজনক ঘটনার প্রেক্ষিতে প্রশাসন মামলা করে। কিন্তু সেই মামলা করা হয় কতিপয় নিরপরাধ এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় এমন ছাত্রলীগ কর্মীদের নামে। যা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জন্য নিপীড়নের শামিল। নিরপরাধ ওই শিক্ষার্থীদের নামে ভিত্তিহীন মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় চবি শাখা ছাত্রলীগ। তারা অবিলম্বে নিরপরাধ ছাত্রলীগ কর্মীদের হেয়প্রতিপন্ন করা মামলা থেকে অব্যাহতি প্রদান এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্মারকলিপি পেয়েছি। তাদের দাবিগুলো আমরা পূরণের চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘মামলার বিষয় তদন্তাধীন। তবে কেউ নিরপরাধ থাকলে তার নাম অধিকতর তদন্ত করে বাদ দেওয়া হবে। নিরপরাধ কাউকে আমরা শাস্তির আওতায় আনব না।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের বাসভবন ও বাস ভাঙচুরের ঘটনায় করা মামলার আসামি ছাত্রলীগ কর্মীদের নিরপরাধ দাবি করে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রলীগ। একই সঙ্গে শাটল ট্রেনের বগির সংখ্যা বাড়ানোসহ সাত দফা দাবি উত্থাপন করেছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর সংগঠনের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু স্বাক্ষরিত স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
দাবিগুলো হলো, শাটল দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিত এবং সম্পূর্ণ ব্যয় বহন করা, অনতিবিলম্বে নিরপরাধ শিক্ষার্থীদের মামলা থেকে অব্যাহতি, সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের ব্যবস্থা, শাটল ট্রেনের দুর্ঘটনার গাফিলতি বা অপব্যবস্থাপনার সুষ্ঠু তদন্ত কমিটি গঠন ও জড়িতদের শাস্তির ব্যবস্থা, শাটল ট্রেনের সংখ্যা ও শিডিউল বৃদ্ধি করা, ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং ক্যাম্পাসে ও শাটল ট্রেনে শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
স্মারকলিপিতে নেতৃদ্বয় বলেন, গত ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনে শিক্ষার্থী আহতের দুঃখজনক ঘটনা ঘটে। শাটল ট্রেনে বগির সংকট ও অপব্যবস্থাপনার দরুন মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা পরবর্তীতে গণজোয়ারে রূপ নেয়।
তারা বলেন, সেই শান্তিপূর্ণ অধিকার আদায়ের আন্দোলনে কিছু বিশৃঙ্খলাকারী বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনসহ অন্যান্য সরকারি সম্পত্তি ভাঙচুর করে।
নেতৃদ্বয় বলেন বলেন, এই ন্যক্কারজনক ঘটনার প্রেক্ষিতে প্রশাসন মামলা করে। কিন্তু সেই মামলা করা হয় কতিপয় নিরপরাধ এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় এমন ছাত্রলীগ কর্মীদের নামে। যা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জন্য নিপীড়নের শামিল। নিরপরাধ ওই শিক্ষার্থীদের নামে ভিত্তিহীন মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় চবি শাখা ছাত্রলীগ। তারা অবিলম্বে নিরপরাধ ছাত্রলীগ কর্মীদের হেয়প্রতিপন্ন করা মামলা থেকে অব্যাহতি প্রদান এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্মারকলিপি পেয়েছি। তাদের দাবিগুলো আমরা পূরণের চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘মামলার বিষয় তদন্তাধীন। তবে কেউ নিরপরাধ থাকলে তার নাম অধিকতর তদন্ত করে বাদ দেওয়া হবে। নিরপরাধ কাউকে আমরা শাস্তির আওতায় আনব না।’
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
৬ মিনিট আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
১ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৪ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৪ ঘণ্টা আগে