নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা বিএনপির দুপক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আজ বৃহস্পতিবার উপজেলার নাসিরনগর সরকারি কলেজ মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রায়হান ও সদর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইসমাইল।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে আধিপত্য ধরে রাখতে উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে মারমুখী অবস্থা বিরাজ করছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ও সংশয় তৈরি হয়। এক সপ্তাহ ধরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা একরামুজ্জামান সুখনের সমর্থক ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক সমর্থকদের মধ্যে বিভিন্ন সময় বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সর্বশেষ আজ দুপুরে উপজেলা সদরে সরকারি কলেজ মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গতকাল উপজেলায় বিএনপির সভাপতির অনুসারী স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহ আলম পাঠানকে হুমকি দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা একরামুজ্জামান সুখনের অনুসারী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হক সুমন, তাঁর সঙ্গে থাকা নিউটন ও সাদেক। হুমকির বিষয়টি জানার পর উভয় পক্ষের নেতা-কর্মীরা উপজেলা বিএনপির দলীয় অফিসে এসে অবস্থান নিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আজ উপজেলা সদরে দাতমণ্ডল গ্রাম থেকে এক সামাজিক অনুষ্ঠান শেষে ফেরার পথে কলেজ মোড় এলে উপজেলা বিএনপির সভাপতির পক্ষের লোকজন হামলা করে একরামুজ্জামানের সমর্থকদের ওপর। এ সময় ১০ জন নেতা-কর্মী আহত হন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. এম এ হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিএনপির মধ্যে কোনো বিরোধ নেই। ছাত্রদলের পূর্বশত্রুতার জেরে এ সংঘর্ষ হতে পারে বলে তার ধারণা করছি।’
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা একরামুজ্জামান সুখন ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে নাসিরনগর কলেজ মোড়ে বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ মামলা করেনি।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা বিএনপির দুপক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আজ বৃহস্পতিবার উপজেলার নাসিরনগর সরকারি কলেজ মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রায়হান ও সদর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইসমাইল।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে আধিপত্য ধরে রাখতে উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে মারমুখী অবস্থা বিরাজ করছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ও সংশয় তৈরি হয়। এক সপ্তাহ ধরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা একরামুজ্জামান সুখনের সমর্থক ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক সমর্থকদের মধ্যে বিভিন্ন সময় বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সর্বশেষ আজ দুপুরে উপজেলা সদরে সরকারি কলেজ মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গতকাল উপজেলায় বিএনপির সভাপতির অনুসারী স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহ আলম পাঠানকে হুমকি দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা একরামুজ্জামান সুখনের অনুসারী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হক সুমন, তাঁর সঙ্গে থাকা নিউটন ও সাদেক। হুমকির বিষয়টি জানার পর উভয় পক্ষের নেতা-কর্মীরা উপজেলা বিএনপির দলীয় অফিসে এসে অবস্থান নিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আজ উপজেলা সদরে দাতমণ্ডল গ্রাম থেকে এক সামাজিক অনুষ্ঠান শেষে ফেরার পথে কলেজ মোড় এলে উপজেলা বিএনপির সভাপতির পক্ষের লোকজন হামলা করে একরামুজ্জামানের সমর্থকদের ওপর। এ সময় ১০ জন নেতা-কর্মী আহত হন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. এম এ হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিএনপির মধ্যে কোনো বিরোধ নেই। ছাত্রদলের পূর্বশত্রুতার জেরে এ সংঘর্ষ হতে পারে বলে তার ধারণা করছি।’
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা একরামুজ্জামান সুখন ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে নাসিরনগর কলেজ মোড়ে বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ মামলা করেনি।
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
৭ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১১ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩৭ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে