Ajker Patrika

রাঙামাটিতে আরও ৩৭ জন শনাক্ত

প্রতিনিধি, রাঙামাটি
আপডেট : ১৪ জুলাই ২০২১, ১২: ১৫
রাঙামাটিতে আরও ৩৭ জন শনাক্ত

রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে ১৫৪ জনের নমুনা সংগ্রহ করে তাঁদের শনাক্ত করা হয়। রাতে সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

শনাক্তদের মধ্যে ১৪ জন রাঙামাটি সদরের বাসিন্দা। এর আগের দিন সোমবার ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ৩৩ জন। এ পর্যন্ত জেলায় ১৪ হাজার ১২৩টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৩২ জন করোনা শনাক্ত হন। এর মধ্যে মারা গেছেন ২০ জন।

রাঙামাটি করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল জানান, বর্তমানে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন নয়জন। এ পর্যন্ত জেলায় করোনার টিকা নিয়েছেন প্রথম ডোজে ৩৫ হাজার ২৮৮ এবং দ্বিতীয় ডোজে ১৮ হাজার ৮৮১ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত