কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদরে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার গভীর রাতে খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা নামের একটি হ্যাচারিতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আলী আকবর (৩৫)। তিনি খুরুশকুলের কুলিয়াপাড়ার আলী আহমদের ছেলে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতাসহ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন হ্যাচারির মালিকের ছেলে রাইয়ান কাশেম, তাঁর চাচা তানভীর কাশেম এবং নৈশপ্রহরী মোহাম্মদ হোসাইন ও মো. মিজান। রাইয়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং এনসিপির কক্সবাজারের সক্রিয় নেতা। রাইয়ানের বাবা জাহাঙ্গীর কাশেম এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান।
আলী আকবরের পরিবারের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে মাছ চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এ সময় উত্তেজিত জনতা রাইয়ানকে মারধর করে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রাইয়ানের দাবি, তাঁদের হ্যাচারিতে চুরি করার সময় আলী আকবরকে হাতেনাতে ধরেন নৈশপ্রহরীরা। পরে আকবর আঘাত করলে আত্মরক্ষার্থে নৈশপ্রহরীরা পাল্টা আঘাত করেন। এতে মারা যান তিনি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, এ ঘটনায় তাৎক্ষণিক চারজনকে আটক করে পুলিশ। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘এনসিপি নেতা রাইয়ান কাশেমকে জনরোষ থেকে রক্ষা করার জন্য ঘটনাস্থল থেকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজার সদরে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার গভীর রাতে খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা নামের একটি হ্যাচারিতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আলী আকবর (৩৫)। তিনি খুরুশকুলের কুলিয়াপাড়ার আলী আহমদের ছেলে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতাসহ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন হ্যাচারির মালিকের ছেলে রাইয়ান কাশেম, তাঁর চাচা তানভীর কাশেম এবং নৈশপ্রহরী মোহাম্মদ হোসাইন ও মো. মিজান। রাইয়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং এনসিপির কক্সবাজারের সক্রিয় নেতা। রাইয়ানের বাবা জাহাঙ্গীর কাশেম এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান।
আলী আকবরের পরিবারের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে মাছ চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এ সময় উত্তেজিত জনতা রাইয়ানকে মারধর করে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রাইয়ানের দাবি, তাঁদের হ্যাচারিতে চুরি করার সময় আলী আকবরকে হাতেনাতে ধরেন নৈশপ্রহরীরা। পরে আকবর আঘাত করলে আত্মরক্ষার্থে নৈশপ্রহরীরা পাল্টা আঘাত করেন। এতে মারা যান তিনি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, এ ঘটনায় তাৎক্ষণিক চারজনকে আটক করে পুলিশ। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘এনসিপি নেতা রাইয়ান কাশেমকে জনরোষ থেকে রক্ষা করার জন্য ঘটনাস্থল থেকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
লালমনিরহাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রোকনুজ্জামান রোকনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল। গতকাল রোববার রাতে সদর উপজেলার বড়বাড়ি বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৪ মিনিট আগেসুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে বিলুপ্তপ্রায় বাটাগুর বাসকার (কচ্ছপ) ডিম ফুটে ৬৫টি বাচ্চা জন্ম নিয়েছে। আজ সোমবার (৫ মে) ভোরে বাচ্চাগুলোকে বিশেষ ইনকিউবেটর থেকে তুলে কেন্দ্রের কচ্ছপ লালনপালনকেন্দ্রের সংরক্ষণ প্যানে রাখা হয়।
৬ মিনিট আগেবিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তাঁর স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট সানজিদা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৮ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায়
১১ মিনিট আগে