Ajker Patrika

বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, এনসিপি নেতাসহ আটক ৪

কক্সবাজার প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজার সদরে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার গভীর রাতে খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা নামের একটি হ্যাচারিতে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আলী আকবর (৩৫)। তিনি খুরুশকুলের কুলিয়াপাড়ার আলী আহমদের ছেলে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতাসহ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন হ্যাচারির মালিকের ছেলে রাইয়ান কাশেম, তাঁর চাচা তানভীর কাশেম এবং নৈশপ্রহরী মোহাম্মদ হোসাইন ও মো. মিজান। রাইয়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং এনসিপির কক্সবাজারের সক্রিয় নেতা। রাইয়ানের বাবা জাহাঙ্গীর কাশেম এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান।

আলী আকবরের পরিবারের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে মাছ চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এ সময় উত্তেজিত জনতা রাইয়ানকে মারধর করে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রাইয়ানের দাবি, তাঁদের হ্যাচারিতে চুরি করার সময় আলী আকবরকে হাতেনাতে ধরেন নৈশপ্রহরীরা। পরে আকবর আঘাত করলে আত্মরক্ষার্থে নৈশপ্রহরীরা পাল্টা আঘাত করেন। এতে মারা যান তিনি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, এ ঘটনায় তাৎক্ষণিক চারজনকে আটক করে পুলিশ। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ‘এনসিপি নেতা রাইয়ান কাশেমকে জনরোষ থেকে রক্ষা করার জন্য ঘটনাস্থল থেকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত