Ajker Patrika

হাতিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাজের ক্রু নিহত, আহত ২

হাতিয়া, প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২১, ১২: ৩১
হাতিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাজের ক্রু নিহত, আহত ২

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-জাহাজমারা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল মন্নান (২৮) নামের জাহাজের একজন ক্রু নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালকসহ আরও দুজন আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে চরঈশ্বর মুলা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মন্নান হাতিয়ার হরণী ইউনিয়নের কাজীরটেক এলাকার আব্দুল মোতালেবের ছেলে। আহতরা একই এলাকার রুহুল আমিনের ছেলে আফসারসহ দুজন।

মেঘনা গ্রুপের মালবাহী জাহাজ এমবি মার্কেন্টাইল-২-এর চিফ ইঞ্জিনিয়ার নুরুল আফসার জানান, দুদিন আগে পণ্য নিয়ে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়ে আসে তাঁদের জাহাজ। আবহাওয়া খারাপ থাকায় ও বুধবার বিকেল থেকে নদীতে সতর্ক সংকেত থাকায় রাতে হাতিয়ার নলচিরাঘাটের পার্শ্ববর্তী নদীতে নোঙর করেন তাঁরা। দুদিনে জাহাজে থাকা খাদ্য শেষ হয়ে যাওয়ায় বাজার করার জন্য ক্রু আব্দুল মন্নান ও বাবুর্চি আফসারকে আফাজিয়া বাজারে পাঠানো হয়। কিন্তু ওই বাজারে কিছু না পাওয়ায় বৃষ্টির মধ্যে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে তারা ওছখালি বাজারের দিকে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর চরঈশ্বর মুলা মার্কেট এলাকায় সড়কের একটি গর্তের মধ্যে পড়ে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে মারা যান আব্দুল মন্নান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত