নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার নিয়মিত চাকরির বয়স পূর্তিতে অবসর নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি তাঁর কর্মস্থল বাংলা বিভাগে যোগদান করে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে বিকালে আবার তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন।
এদিকে উপাচার্যের অবসর গ্রহণকালীন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রুটিন দায়িত্ব পালন করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান বলেন, ‘উপাচার্যের চাকরির বয়স শেষ হওয়ায় ২৯ এপ্রিল সকালে তিনি বাংলা বিভাগে যোগদান করে অবসর গ্রহণ করেন। পরে তিনি বিকালে পুনরায় উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. শিরীণ আখতার উপাচার্যের দায়িত্ব পালন করবেন।’
তিনি আরও বলেন, ‘উপাচার্যের পদ খালি থাকতে পারে না। তাই উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন দায়িত্ব পালন করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. মহীবুল আজিজ।’
এর আগে গত ৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ড. শিরীণ আখতারকে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য তাঁর মূল কর্মস্থল বাংলা বিভাগে প্রত্যাবর্তন করতে হবে। একই দিন অপরাহ্ণে উপাচার্য পদে যোগদানের অনুমতি দেওয়া হয়।
তাঁর অনুপস্থিতিতে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজকে দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হয় আদেশে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব নূর-ই-আলম অফিস আদেশে স্বাক্ষর করেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান ড. শিরীণ আখতার। এর আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এর আগে ২০১৬ সালের ২৮ মার্চ উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পান তিনি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম কোনো নারী উপ-উপাচার্য এবং উপাচার্য।
চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার নিয়মিত চাকরির বয়স পূর্তিতে অবসর নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি তাঁর কর্মস্থল বাংলা বিভাগে যোগদান করে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে বিকালে আবার তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন।
এদিকে উপাচার্যের অবসর গ্রহণকালীন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রুটিন দায়িত্ব পালন করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান বলেন, ‘উপাচার্যের চাকরির বয়স শেষ হওয়ায় ২৯ এপ্রিল সকালে তিনি বাংলা বিভাগে যোগদান করে অবসর গ্রহণ করেন। পরে তিনি বিকালে পুনরায় উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. শিরীণ আখতার উপাচার্যের দায়িত্ব পালন করবেন।’
তিনি আরও বলেন, ‘উপাচার্যের পদ খালি থাকতে পারে না। তাই উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন দায়িত্ব পালন করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. মহীবুল আজিজ।’
এর আগে গত ৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ড. শিরীণ আখতারকে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য তাঁর মূল কর্মস্থল বাংলা বিভাগে প্রত্যাবর্তন করতে হবে। একই দিন অপরাহ্ণে উপাচার্য পদে যোগদানের অনুমতি দেওয়া হয়।
তাঁর অনুপস্থিতিতে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজকে দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হয় আদেশে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব নূর-ই-আলম অফিস আদেশে স্বাক্ষর করেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান ড. শিরীণ আখতার। এর আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এর আগে ২০১৬ সালের ২৮ মার্চ উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পান তিনি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম কোনো নারী উপ-উপাচার্য এবং উপাচার্য।
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের পর চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ গত সোমবার দিবাগত রাতে পঞ্চগড় জেলার দুইজনকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার তাদেরকে আদালতের
৪ মিনিট আগেরাজবাড়ীর কালুখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি হার্ডওয়ারসহ মোট তিনটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোরে কালুখালী বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২৩ সালের ২ আগস্ট ওই মামলার রায় দেন বিচারিক আদালত।
১ ঘণ্টা আগেখুলনার দাকোপ উপজেলার ডাকাতিয়া খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত এএসআই আজাহার উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মঙ্গলবার ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে