Ajker Patrika

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ জুন ২০২২, ১৬: ০৪
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত

চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সফিকুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বায়েক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাচার পুলিশ ক্যাম্পের এসআই মো. আনোয়ার হোসেন।

নিহত সফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হোসাইন নগর গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন। 

জানা গেছে, আজ সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বায়েক মোড় এলাকায় ঢাকা থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে ঢাকাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালক সফিকুল ইসলামসহ মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক সফিকুল ইসলাম। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক গাড়ি রেখে পালিয়ে যান। 

দুর্ঘটনার সময় চালক মোটরসাইকেলসহ ট্রাকের নিচে ঢুকে যায়কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত