পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশের ন্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে বিজিবি মোতায়েনের বিষয়টি জানানো হয়েছে।
জানা যায়, চট্টগ্রামের যেসব উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে সেগুলো হলো—হাটহাজারীতে ২ প্লাটুন, বাঁশখালীতে ২ প্লাটুন, পটিয়া ও সীতাকুণ্ডে ১ প্লাটুন করে, ফটিকছড়িতে ১ প্লাটুন, চন্দনাইশে ১ প্লাটুন মোট ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান জানান, দুর্গাপূজার মণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলাসহ আটটি উপজেলায় আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য যেকোনো পরিস্হিতি নিয়ন্ত্রণের জন্য চট্টগ্রাম জেলা পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে। ১৩ অক্টোবর রাত ৯টা থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, `বুধবার রাত থেকে পুরো উপজেলায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আনসার বাহিনী নিরাপত্তা রক্ষায় কাজ করছে। যেকোনো ধরনের অপ্রিতিকর পরিস্হিতি মোকাবিলায় আমরা তৎপর রয়েছি।'
পটিয়া থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, উপজেলার ১৮৫টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্হতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশের ন্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে বিজিবি মোতায়েনের বিষয়টি জানানো হয়েছে।
জানা যায়, চট্টগ্রামের যেসব উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে সেগুলো হলো—হাটহাজারীতে ২ প্লাটুন, বাঁশখালীতে ২ প্লাটুন, পটিয়া ও সীতাকুণ্ডে ১ প্লাটুন করে, ফটিকছড়িতে ১ প্লাটুন, চন্দনাইশে ১ প্লাটুন মোট ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান জানান, দুর্গাপূজার মণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলাসহ আটটি উপজেলায় আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য যেকোনো পরিস্হিতি নিয়ন্ত্রণের জন্য চট্টগ্রাম জেলা পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে। ১৩ অক্টোবর রাত ৯টা থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, `বুধবার রাত থেকে পুরো উপজেলায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আনসার বাহিনী নিরাপত্তা রক্ষায় কাজ করছে। যেকোনো ধরনের অপ্রিতিকর পরিস্হিতি মোকাবিলায় আমরা তৎপর রয়েছি।'
পটিয়া থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, উপজেলার ১৮৫টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্হতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় দিনদুপুরে গুলি ছুড়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অর্ধলক্ষাধিক টাকা লুটে নিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ৮-৯ জন কিশোর গ্যাং সদস্য মোটরসাইকেলে হেলমেট পরে এসে মো. সোহাগ ইসলাম (৪২) নামের একজনের ব্যবসাপ্রতিষ্ঠানে এই লুট
৯ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রাজনীতি নিষিদ্ধ। প্রতিষ্ঠানটির কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। তবে বিশ্ববিদ্যালয়ের এমন নির্দেশনা ভেঙে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে অংশ নিয়েছেন আশিক ইকবাল নামের এক কর্মকর্তা। তিনি রুয়েটের সংস্থ
২৩ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার হত্যা মামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও দিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ রোববার (৪ মে) বিকেলের দিকে রায়পুরা থানা প্রাঙ্গণে এ কর্মসূচিতে নিহত পরীক্ষার্থীর সহপাঠী, শিক্ষক ও স্বজনেরা অংশ নেন।
২৭ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে এক দফা আন্দোলন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। টানা ১৮ দিন নানা দাবির পর আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এক দফার ঘোষণা দেন। পরে এই দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এর আগে বেলা ১১টায় উপাচার্য ড. শুচিতা শরমিন সংবাদ সম
৩৭ মিনিট আগে